ট্রাম্প-শুল্কের প্রভাবে আশঙ্কা আগে থেকেই চড়ছিল। তা সত্যি করে বৃহস্পতিবার লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই মাথা নামাতে থাকে ভারতীয় শেয়ার বাজারের সূচকগুলি। একটা সময়ে সেনসেক্স ৮০ হাজারের নীচে নেমে যায়। কিন্তু লেনদেনের শেষ ঘণ্টায় নাটকীয় ভাবে ঘুরে দাঁড়ায় বাজার। ক্ষতি পুষিয়ে বুধবারের তুলনায় কিছুটা মাথাও তোলে।
এ দিন ৭৯.২৭ পয়েন্ট উঠে সেনসেক্স ৮০,৬২৩.২৬ অঙ্কে দিন শেষ করেছে। অথচ লেনদেনের মধ্যবর্তী একটা সময়ে তা ৭৯,৮১১.২৯ পয়েন্টে নেমে এসেছিল। সেখান থেকে ৯০০ পয়েন্টের বেশি ঘুরে দাঁড়িয়ে সূচকটি ৮০,৭৩৭.৫৫-এ পৌঁছয়। নিফ্টি ২১.৯৫ পয়েন্ট উঠেছে।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই খবরে ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনার বার্তা গিয়েছে লগ্নিকারীদের কাছে। তার প্রভাবেই বাজার ঘুরে দাঁড়াতে পেরেছে। তা ছাড়া অতিরিক্ত শুল্ক কার্যকরের আগে ভারত-আমেরিকার বৈঠক রয়েছে। সে ব্যাপারেও লগ্নিকারীরা আশাবাদী।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)