E-Paper

জিএসটি ঘিরে আশায় উঠল শেয়ার বাজার

ডলারের নিরিখে সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে টাকাও। ১ ডলার দাম ১৩ পয়সা কমে হয়েছে ৮৮.০২ টাকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৭
জিনিসপত্রের দাম কমার আশায় এ দিন মাথা তুলল শেয়ার বাজার।

জিনিসপত্রের দাম কমার আশায় এ দিন মাথা তুলল শেয়ার বাজার। —প্রতীকী চিত্র।

বুধবার জিএসটি-র কাঠামোয় বড় পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্র। করের হার কমতে চলেছে সাধারণ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে। তবে তার আগেই জিনিসপত্রের দাম কমার আশায় এ দিন মাথা তুলল শেয়ার বাজার।

এ দিন সেনসেক্স ৪০৯.৮৩ পয়েন্ট উঠে ৮০,৫৬৭.৭১ অঙ্কে পৌঁছেছে। নিফ্‌টি ১৩৫.৪৫ পয়েন্ট এগিয়ে থেমেছে ২৪,৭১৫.০৫ অঙ্কে। ডলারের নিরিখে সর্বনিম্ন অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়েছে টাকাও। ১ ডলার দাম ১৩ পয়সা কমে হয়েছে ৮৮.০২ টাকা। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ব্যাখ্যা, কর কমা প্রায় প্রত্যাশিতই ছিল। আশা ছিল নিত্যপ্রয়োজনীয় জিনিস, ভোগ্যপণ্য থেকে শুরু করে গাড়ির জিএসটি কমবে। তাতে দাম কমলে শুল্ক যুদ্ধের আবহেও দেশের বাজারে বাড়বে চাহিদা। শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্র মাথা তোলার সুযোগ পাবে। সেই আশায় ভর করেই সূচক মাথা তুলেছে।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর বক্তব্য, ‘‘জিএসটি নিয়ে আশা তৈরি হয়েছে। সমস্ত মহলই মনে করছে, জিনিসপত্রের দাম কমবে। উৎসবের মরসুমে চাহিদা বাড়বে। তাতে উৎপাদন ক্ষেত্র উৎসাহিত হবে। সেই সঙ্গে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল দাবি করেছেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে। নভেম্বরের মধ্যে হয়তো সমাধানসূত্রে পৌঁছনো যাবে। এই সমস্ত কিছুই আশা তৈরি করেছে লগ্নিকারীদের মনে।’’ তবে আশিসের সংযোজন, এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে বাজারে অস্থিরতা থাকবে। আর এক বিশেষজ্ঞ বিনয় আগরওয়ালের কথায়, ‘‘আপাতত উঠলেও বাজার এখনও দিশাহীন। সুতরাং এখনই অনিশ্চয়তা থেকে মুক্তি মিলবে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

GST Stock Market

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy