সংস্থার বকেয়ার (এজিআর) হিসাবে ভুল রয়েছে বলে দাবি করে সুপ্রিম কোর্টে গিয়েছিল ভোডাফোন আইডিয়া (ভি) এবং এয়ারটেল। তাদের সেই আর্জি দাবি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি অভয় ওকার বেঞ্চ জানিয়েছে, আবেদন খতিয়ে দেখার পরে স্পষ্ট হয়েছে তা মোটেই যুক্তিগ্রাহ্য নয়। সে কারণে আর্জি বাতিল করা হল।
২০২১ সালে সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছিল, ২০২০-এর সেপ্টেম্বর থেকে ১০ বছরের মধ্যে বকেয়া এজিআর বাবদ ৯৩,৫২০ কোটি টাকা টেলিকম দফতরকে (ডট) মেটাতে হবে সংস্থাগুলিকে। প্রথম পর্যায়ে ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে ১০% দিতে হবে। বাকিটা পরের ১০ বছর ধরে ১০টি কিস্তিতে মেটাতে হবে। সেই মতো ডটের পক্ষ থেকে সংস্থাগুলিকে নোটিস পাঠানোর পরেই বিষয়টি সামনে আসে। সুপ্রিম কোর্টে সংস্থাগুলির দাবি ছিল, তাদের উপরে চাপানো জরিমানা ও সুদের হার ঠিক নয়। সেই আর্জির ভিত্তিতে গত ২৮ জানুয়ারি প্রধান বিচারপতির এই বেঞ্চ রুদ্ধদ্বার শুনানিতে এই রায় দেয়।
তার পরে সম্প্রতি ডটের পক্ষ থেকে ১০ মার্চের মধ্যে ভি-কে ৬০৯১ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি বা ৫৪৯৩ কোটি নগদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সংস্থা জানিয়েছে, সমাধানসূত্রের জন্য আলোচনা চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)