ডলারের সাপেক্ষে আরও তলিয়ে গেল টাকার দাম। শুক্রবার এক লাফে ৯৮ পয়সা উঠে এক ডলার পৌঁছল ৮৯.৬৬ টাকায়। যা নতুন নজির। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শেষবার এক দিনে ৯৯ পয়সা উঠেছিল আমেরিকার মুদ্রাটি। এক দিকে দেশের বাজারে অস্থিরতা এবং অন্য দিকে বিশ্ব বাজারের ঢিমে গতিই এ দিন শেয়ার বিক্রিতে বিদেশি লগ্নিকারীদের উৎসাহ জুগিয়েছে। সেই টাকা তারা ডলারে বদলে দেশে নিয়ে যাওয়ার পথে হাঁটাই টাকার দামকে টেনে নামিয়েছে বলে খবর।
পটনা আইআইটি-র অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের মতে, ‘‘টাকার দাম যেখানে পৌঁছেছে, তাতে রিজ়ার্ভ ব্যাঙ্ককে হস্তক্ষেপ করার জন্য তৈরি হবে। তাদের লক্ষ্য হবে ডলার যাতে ৯০ টাকা না ছোঁয়। কারণ, সেটা হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এ মাসে ইতিমধ্যেই ২৭০ কোটি ডলার (প্রায় ২৪,১৯২ কোটি টাকা) হারিয়েছেশীর্ষ ব্যাঙ্ক। কমেছে বিদেশি মুদ্রা ভান্ডার। ফলে কী ভাবে টাকার দরে পতন রুখতে তারা পদক্ষেপ করে অথবাবাজারের হাতেই তা ছাড়ে কি না, সেটা দেখা দরকার।’’ বৃহস্পতিবার অবশ্য রিজ়ার্ভ ব্যাঙ্ক গভর্নর সঞ্জয় মলহোত্রের দাবি ছিল, মুদ্রার দামে লক্ষ্যমাত্রা বেঁধে হস্তক্ষেপ করছে না আরবিআই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)