সাঁকরাইলের পরে উলুবেড়িয়া এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে দু’টি প্লাস্টিক বা পলি পার্ক তৈরির কথা বছর দেড়েক আগেই বলেছিলেন ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের কর্তারা। শুক্রবার তাঁদের এক জন অলোক টিবরেওয়াল জানান, উলুবেড়িয়ার পার্কের কাজ আইনি জটে আটকে রয়েছে। হাই কোর্টে মামলা চলছে। ফলে কবে ফের কাজ শুরু হবে বলা যাচ্ছে না। আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেরটিতে কাজ শুরুই হয়নি। তবে সেখানে সমস্যা কী, তা স্পষ্ট করেননি অলোক। যদিও জানান, লগ্নিকারীরা জমি কিনেছেন। এখন সাঁকরাইলে ১০০ একর জমিতে রাজ্যের একমাত্র প্লাস্টিক পার্কটি অবস্থিত।
অলোকের দাবি, রাজ্যে যে বেসরকারি শিল্পতালুকগুলি রয়েছে, তাতে বেশির ভাগ সংস্থাই প্লাস্টিক ক্ষেত্রের। ফলে এই ক্ষেত্র পিছিয়ে নেই। তবে রাজ্যের তরফে সব রকম সহায়তা সত্ত্বেও দু’টি পলি পার্কের কাজ আটকে থাকা নিয়ে আক্ষেপ করেন তিনি। বলেন, ‘‘এটি একটি নেতিবাচক ঘটনা।’’ ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের সভাপতি ললিত আগরওয়ালের কথায়, “বর্তমানে বাংলায় প্লাস্টিক ক্ষেত্রের মোট ব্যবসা ৩৫,০০০ কোটি টাকার। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এর ব্যবহার বাড়ছে রাজ্যে। এখানকার মোট জিডিপির বড় অংশ আসে এই ক্ষেত্র থেকে। কর্মী ৬ লক্ষের বেশি।” পাশাপাশি তিনি এটাও জানান, প্লাস্টিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আগামী ২-৩ বছরে আরও ৩০০০ কোটি টাকা লগ্নি এবং ২ লক্ষ নতুন কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)