Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তৃতীয় পক্ষ গাড়ি বিমায় বাড়ছে প্রিমিয়াম

গাড়ি ও বাইকের থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ বিমার প্রিমিয়াম ৪০% পর্যন্ত বাড়াল আইআরডিএআই। আগামী অর্থবর্ষ থেকেই নতুন হার চালু হবে বলে জানিয়েছে তারা। ছোট গাড়ির (১,০০০ সিসি পর্যন্ত) ক্ষেত্রে থার্ড পার্টি প্রিমিয়াম বাড়ছে ৩৯.৯%।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ০৩:৪১
Share: Save:

গাড়ি ও বাইকের থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ বিমার প্রিমিয়াম ৪০% পর্যন্ত বাড়াল আইআরডিএআই। আগামী অর্থবর্ষ থেকেই নতুন হার চালু হবে বলে জানিয়েছে তারা। ছোট গাড়ির (১,০০০ সিসি পর্যন্ত) ক্ষেত্রে থার্ড পার্টি প্রিমিয়াম বাড়ছে ৩৯.৯%। নতুন অঙ্ক ২,০৫৫ টাকা। একই ভাবে ১,০০০ থেকে ১,৫০০ সিসি-র গাড়ির ক্ষেত্রে তা বাড়ছে ৪০%। তবে বড় গাড়ি (১,৫০০ সিসি-র বেশি) এবং এসইউভি-র ক্ষেত্রে প্রিমিয়াম ২৫% বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক। এ ছাড়াও বাড়ছে বাইক ও স্কুটার বিমার প্রিমিয়ামও। তবে ৩৫০ সিসি-র কাছাকাছি ইঞ্জিনের বাইকের ক্ষেত্রে তা কমছে। মূল্যবৃদ্ধির হিসাব করেই নতুন প্রিমিয়াম স্থির করা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক আইআরডিএআই। প্রসঙ্গত, গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি বিমা করানো আইন অনুসারে বাধ্যতামূলক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

premium third party increase Car Insurance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE