নজিরবিহীন ভাবে রাজ্যে ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থার (এমএসএমই) সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে। কিন্তু খোদ ওই দফতরের কর্তাদেরই আক্ষেপ, তার পরেও বাংলার ছোট শিল্প অন্য অনেক রাজ্যের তুলনায় পিছিয়ে। প্রশাসন সূত্রের খবর, সেই সমস্যা মেটাতে এ বার রাজ্য জুড়ে ৭৪টি উপদেষ্টা (কনসালট্যান্ট) পদে অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা নানা বিষয় সংস্থাগুলিকে সাহায্য করবেন। যেমন, বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় চলা প্রকল্পের আওতায় এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত সুবিধা পেতে উদ্যম পোর্টালে নাম তোলা, পুঁজি সংগ্রহে শেয়ার বাজারে নথিভুক্তি, পণ্য বিক্রির জন্য বাজার খুঁজে দেওয়া, আর্থিক সাহায্যের পথকে আরও সুগম করা, উন্নত কাজের পরিবেশ তৈরি ইত্যাদি।
জেলাগুলির জন্য ৬০ জন, আঞ্চলিক স্তরে ১২ জন এবং শিল্প দফতরে ২ জন অস্থায়ী কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র জমা নিয়েছে ছোট শিল্প দফতর। নিযুক্তেরা উদ্যমে নথিভুক্তি, সহজে ঋণ, প্রযুক্তির ব্যবহার, বাজার ধরা, উৎপাদন বৃদ্ধি, আন্তর্জাতিক স্তরে পৌঁছনো, শেয়ার বাজারে নথিভুক্তির মতো বিষয়ে আলাদা আলাদা আঞ্চলিক দল গড়ে কাজ করবেন। দু’জন থাকবেন এমএসএমই দফতরে, মন্ত্রী, সচিব-সহ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে সমন্বয়ের জন্য। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে অস্থায়ী কর্মীদের। তবে মেয়াদ পরে বাড়তে পারে বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)