কথা ছিল ইরানে রফতানি হবে। সে জন্য বন্দর পর্যন্ত আনাও হয়েছিল। কিন্তু ইজ়রায়েল-ইরান সংঘর্ষে পশ্চিম এশিয়া নতুন করে তেতে ওঠায় সেখানেই পড়ে প্রায় এক লক্ষ টন বাসমতী চাল। সোমবার এই সমস্যার কথা জানিয়েছে চাল রফতানিকারীদের সংগঠন অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি সতীশ গয়ালের দাবি, ভারত থেকে যতটা বাসমতী রফতানি হয়, তার ১৮%-২০% যায় ইরানে। সৌদি আরবের পরে সেটিই এ দেশের দ্বিতীয় বৃহত্তম বাসমতী চালের বাজার। কিন্তু যুদ্ধের কারণে সেখানে পণ্য বয়ে নিয়ে যেতে জাহাজ বা তার জন্য বিমার সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে এক লক্ষ টন বাসমতী পড়ে গুজরাতের কান্দলা ও মুন্দ্রা বন্দরে। তাঁর আক্ষেপ, জাহাজে বিদেশে পণ্য পাঠানোর জন্য যে বিমা প্রকল্প রয়েছে, তাতে আন্তর্জাতিক সংঘর্ষে ক্ষতির ক্ষেত্রে বিমা মেলে না।
সতীশের দাবি, জাহাজে পণ্য পাঠানোয় দেরি হওয়া ও দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তা রফতানিকারী সংস্থাগুলিকে সঙ্কটে ফেলতে পারে। বিশেষত দেশে যেহেতু এই চালের দাম ইতিমধ্যেই কেজিতে ৪-৫ টাকা করে কমেছে। সমস্যা নিয়ে আলোচনা করতে ৩০ জুন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে তাঁদের বৈঠক হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)