বহু কর্মী চাকরি হারাতে পারেন, এই কারণ দেখিয়ে ইউরোপীয় ইস্পাত ব্যবসা মেশাতে থাইসেনক্রুপ ও টাটা স্টিলের যৌথ উদ্যোগ গড়ার প্রস্তাবে আপত্তি তুলেছিল জার্মান ইস্পাত বহুজাতিকটির ইউনিয়ন। এ বার সে দেশের বৃহত্তম কর্মী সংগঠন প্রস্তাবিত যৌথ উদ্যোগের জন্য শর্ত বেঁধে দিতে থাইসেনক্রুপ কর্তৃপক্ষকে বৈঠকে ডাকল। শর্তের মধ্যে রয়েছে চাকরির নিশ্চয়তা, কারখানার ঝাঁপ বন্ধ না-করা এবং লগ্নির আশ্বাস।
ওই সংগঠন, আইজি মেটালের তরফে অভিযোগ, ‘‘আগামী বছর এই গাঁটছড়া বাস্তবায়িত হলে কর্মীদের ভবিষ্যৎ কী হবে, এ নিয়ে তাঁদের আশঙ্কা দূর করতে ব্যর্থ কর্তৃপক্ষ। বিশ্বাসযোগ্য তথ্যের বদলে তাঁরা শুধু কিছু প্রতিশ্রুতি শুনিয়েছেন। এই পরিস্থিতিতে আমরা এই যৌথ উদ্যোগে সায় দিতে পারি না।’’ সংগঠন নেতাদের আশা, ১০ নভেম্বরের মধ্যেই সংস্থার তরফে জবাব দেওয়া হবে।