Advertisement
E-Paper

জোটের পথে টয়োটা, সুজুকি

বদলে যাওয়া সময় আর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দৌড়ানোর বাধ্যবাধকতা কাছাকাছি আনছে গাড়ি শিল্পের দুই প্রবল প্রতিদ্বন্দ্বীকেও। নতুন প্রযুক্তির খোঁজে এ বার গাঁটছড়া বাঁধার পথে দুই জাপানি বহুজাতিক, টয়োটা ও সুজুকি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০৩:২০
টয়োদা ও (ডান দিকে) সুজুকি।  ছবি: এপি

টয়োদা ও (ডান দিকে) সুজুকি। ছবি: এপি

বদলে যাওয়া সময় আর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দৌড়ানোর বাধ্যবাধকতা কাছাকাছি আনছে গাড়ি শিল্পের দুই প্রবল প্রতিদ্বন্দ্বীকেও। নতুন প্রযুক্তির খোঁজে এ বার গাঁটছড়া বাঁধার পথে দুই জাপানি বহুজাতিক, টয়োটা ও সুজুকি।

বুধবার এই দুই সংস্থাই একসঙ্গে জানিয়েছে যে, পরিবেশ, নিরাপত্তা, প্রযুক্তির মতো নানা ক্ষেত্রে নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে এ বার জোট বেঁধে এগোতে চায় তারা। আপাতত কথা শুরু হয়েছে তা নিয়ে।

দুনিয়া জুড়ে গাড়ির বাজারে এখন গলাকাটা প্রতিযোগিতা। রোজই আসছে নতুন প্রযুক্তি। গুরুত্ব পাচ্ছে গাড়ির নকশা, নিরাপত্তা, বিনোদনের সম্ভার, পরিবেশ দূষণের মাত্রা ইত্যাদি। এমনকী চেষ্টা চলছে চালকহীন গাড়ি তৈরির। যেখানে হাজির অ্যাপল, গুগ্‌লের মতো প্রযুক্তি সংস্থাগুলিও।

আর প্রয়োজনের ঠিক এই মোড়ে হাত মেলানোর কথা ভাবছে টয়োটা ও সুজুকি। কারণ যাত্রী নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা চালাচ্ছে টয়োটা। অথচ আমেরিকা-ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ার সম্ভাবনা দেখছে তারা। অন্য দিকে, ছোট গাড়ি তৈরিতে দক্ষতা আছে সুজুকির। কিন্তু শুধু সেই ব্যবসা থেকে দামি গাড়ির মতো লাভ হয় না। তাই ভবিষ্যতের উপযোগী প্রযুক্তির উদ্ভাবন ও বড় গাড়ি তৈরির দক্ষতা দ্রুত বাড়াতে চাইছে তারা। যে কারণে নতুন চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এগোতে গবেষণার জন্য গাঁটছড়া বাঁধার কথা জানিয়েছে সংস্থা দু’টি। তবে তাদের দাবি, বজায় থাকবে প্রতিদ্বন্দ্বিতা। উল্লেখ্য, এর আগে ফোক্সভাগেনের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছিল সুজুকি। পরে তা ভেস্তে যায়।

সারা বিশ্বের গাড়ি বাজারে হাড্ডাহাড্ডি টক্কর টয়োটা ও সুজুকির। বিক্রির নিরিখে টয়োটা বিশ্বের অন্যতম বড়। আর সুজুকির খ্যাতি ছোট গাড়ি তৈরিতে। সম্প্রতি ছোট গাড়ি নির্মাতা দাইহাৎসু-কে কিনেছে টয়োটা। মনে করা হচ্ছে, এই জোটে সুজুকি যেমন বড় ও দামি গাড়ির প্রযুক্তি উদ্ভাবনে টয়োটার সাহায্য পাবে, তেমনই ছোট গাড়িতে সুজুকির পরামর্শ নেবে টয়োটা।

শীঘ্রই টয়োটার সঙ্গে কথাবার্তা শুরু হবে বলে এ দিন জানান সুজুকির চেয়ারম্যান ওসামু সুজুকি। টয়োটার প্রেসিডেন্ট আকিও টয়োদা বলেন, গাড়ি শিল্পের পরিবেশ বদলাচ্ছে। টিকে থাকতে তাল মিলিয়ে চলার ক্ষমতা থাকা দরকার।

Toyota Suzuki
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy