Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coal India

মমতাকে চিঠি কর্মীদের

মুখ্যমন্ত্রীকে দেওয়া পৃথক চিঠিতে ইনটাকের রাজ্য কমিটির সভাপতি কামরুজ্জামান কামারের অভিযোগ, কলকাতা থেকে কোল ইন্ডিয়ার সদরই অন্য রাজ্যে সরানোর পরিকল্পনা কেন্দ্রের রয়েছে বলে তাঁর আশঙ্কা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২০ ০২:৩৫
Share: Save:

কলকাতা থেকে কোল ইন্ডিয়ার ৫টি শাখা সংস্থার দফতর গোটানোর সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সংস্থার কর্মীরা। দফতর যাতে সারানো না-হয়, সে ব্যাপারে হস্তক্ষেপ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে ইনটাকের রাজ্য কমিটি, সিটু এবং আইএনটিটিইউসিকে নিয়ে গঠিত যুগ্ম সংগ্রাম কমিটি। সংস্থাগুলি হল বিসিসিএল, ইসিএল, সিসিএল, এমসিএল এবং এসইসিএল।

মুখ্যমন্ত্রীকে দেওয়া পৃথক চিঠিতে ইনটাকের রাজ্য কমিটির সভাপতি কামরুজ্জামান কামারের অভিযোগ, কলকাতা থেকে কোল ইন্ডিয়ার সদরই অন্য রাজ্যে সরানোর পরিকল্পনা কেন্দ্রের রয়েছে বলে তাঁর আশঙ্কা। শাখা সংস্থাগুলির দফতর গোটানোর সিদ্ধান্ত ওই পরিকল্পনারই প্রথম ধাপ। এর আগে সিটু অনুমোদিত অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিডি রামানন্দেরও অভিযোগ ছিল, লোকসভা ভোটের আগে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সদর দফতর দিল্লিতে নিয়ে যেতে উদ্যোগী হয়েছিল কেন্দ্র। তা কার্যকর হয়নি। কিন্তু পরিকল্পনা বাতিলেরও খবর নেই।

এ দিকে রাষ্ট্রীয় কোল মজদুর সঙ্ঘের সহ-সভাপতি অনুপ রায় জানান, শাখা সংস্থায় প্রায় দেড়শ কর্মী ও অফিসার কাজ করেন। দফতরগুলি অন্য রাজ্যে সরালে কর্মীদেরও বদলি করা হবে। এঁদের মধ্যে ৫০ জনেরও বেশি কর্মী-অফিসারের বয়স ৫৫ বছরের বেশি। মহিলা কর্মীও রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal India Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE