জিএসটি-র বোঝা কমবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ঘোষণায় ধাক্কা বাজারে কেনাবেচায়। মোদীর ঘোষণা ছিল, দীপাবলির আগেই জিএসটি-র হার কমবে। এর ফল হয়েছে উল্টো। জিএসটি কমলে পণ্যের দাম কমবে, এই আশায় মানুষ গাড়ি থেকে ফ্রিজের মতো দামি সব কিছু কেনাই বন্ধ রেখেছেন। উৎসবের মরসুমের আগে কেনাবেচা বৃদ্ধির বদলে থমকে গিয়েছে। শিল্পের দাবি, কেন্দ্র যা করার করুক। এই অবস্থায় এ বার পরোক্ষ কর পর্ষদ জিএসটি নিয়ে জল্পনা না ছড়ানোর অনুরোধ করল। জানাল, কর নিয়ে সিদ্ধান্ত হবে জিএসটি পরিষদে। জল্পনা বাজারকে অস্থির করছে।
কংগ্রেস মুখপাত্র পবন খেরার কটাক্ষ, ‘‘এটা প্রধানমন্ত্রীর উপরে সরাসরি আঘাত। কর পর্ষদ ভদ্র ভাবে মোদীজিকে মুখ বন্ধ রাখতে বলেছে।’’ তৃণমূল সাংসদ সাকেত গোখলের যুক্তি, ‘‘করের জল্পনা তো প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের বক্তৃতা থেকে শুরু হয়েছে। উনি প্রচার ছাড়া কিছু বোঝেন না। তাই উৎসবের মরসুমের আগে জিএসটি কমবে বলে দিয়েছেন। এই আত্মঘাতী পদক্ষেপে কেনাবেচা ধাক্কা খেয়েছে। দাম কমার অপেক্ষায় সকলে। নির্লজ্জ সরকার এখন মানুষকে জল্পনা করতে মানা করছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)