Advertisement
১৯ এপ্রিল ২০২৪
TV

পছন্দের টিভি চ্যানেল চালু রাখতে এটি করেছেন আপনি?

পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল ইতিমধ্যেই চালু করা হয়েছে ট্রাইয়ের তরফে। সঠিক দামে নিজেদের পছন্দের চ্যানেল যাতে বেছে নিতে পারেন গ্রাহকরা, সে জন্যই ট্রাইয়ের এই নয়া উদ্যোগ।

পছন্দের চ্যানেল দেখতে নতুন ব্যবস্থা ট্রাইয়ের। ছবি শাটারস্টকের সৌজন্যে।

পছন্দের চ্যানেল দেখতে নতুন ব্যবস্থা ট্রাইয়ের। ছবি শাটারস্টকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১২:১৬
Share: Save:

আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশে কেব্‌ল টিভি, ডিটিএইচ, আইপিটিভি ও হিটস পরিষেবায় চ্যানেলের নতুন মাসুল হার কার্যকর হচ্ছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের করা নতুন নিয়মে নিজেদের পছন্দের চ্যানেল বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকেরা। পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল ইতিমধ্যেই চালু করা হয়েছে ট্রাইয়ের তরফে। সেখানে গিয়ে পছন্দের চ্যানেল তালিকা বেছে পারবেন গ্রাহকরা।

সঠিক দামে নিজেদের পছন্দের চ্যানেল যাতে বেছে নিতে পারেন গ্রাহকরা, সে জন্যই ট্রাইয়ের এই নয়া উদ্যোগ। ডিটিএইচ ও কেব্‌ল টিভি গ্রাহকরা ট্রাইয়ের চ্যানেল সিলেকটর অ্যাপ্লিকেশনে গিয়ে নিজেদের প্রয়োজনীয় চ্যানেল বেছে নিতে পারবেন। দেখে নিতে পারবেন কোন চ্যানেল দেখার জন্য খরচ করতে হবে কত টাকা। তবে এই প্যাকেজ ৩১ জানুয়ারির মধ্যে বেছে নিতে হবে গ্রাহকদের।

নিজের পছন্দের এই চ্যানেল তালিকা কেব্‌ল বা ডিটিএইচ অপারেটরদের কাছে জমা না দিলে ১ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে না পে চ্যানেলগুলি। তবে কিছু ‘ফ্রি টু এয়ার’ চ্যানেলের ‘বেসিক প্যাক’ দেখতে পাবেন গ্রাহকরা। তবে এখনও বহু গ্রাহকের অভিযোগ, তাঁদের কাছে এ সংক্রান্ত পুরো তথ্য নেই।

আপনি কি ট্রাইয়ের নির্দেশ মতো নিজের পছন্দের চ্যানেল বেছে নিয়েছেন? যদি না নিয়ে থাকেন, তাহলে পছন্দের চ্যানেল বাছতে ট্রাইয়ের নতুন অ্যাপ্লিকেশনে যেতে ক্লিক করুন এখানে

উপরের এই লিঙ্কে গেলে আপনি পাবেন চ্যানেলের তালিকা। সেখান থেকে বেছে নেওয়া যাবে পছন্দের চ্যানেলেগুলি। এই পোর্টালে গিয়ে আপনি দেখে নিতে পারবেন ট্রাইয়ের নির্দেশ। তারপর পছন্দের চ্যানেল বাছতে পেরোতে হবে পাঁচটি ধাপ।

প্রথম ধাপে দিতে হবে নিজের নাম। তারপর বেছে নিতে হবে রাজ্য। রাজ্য বেছে নেওয়ার পর ভাষা নির্বাচনের সুযোগ পাবেন আপনি। কী ধরনের চ্যানেল আপনি দেখতে চান তা বেছে নিলেই আপনার সামনে চলে আসবে চ্যানেলের তালিকা ও মূল্য। সেখান থেকে পছন্দের চ্যানেল বেছে নিতে পারবেন আপনি।

আরও পড়ুন: বাড়ছে না কেব্‌লের নিয়মের সময়সীমা

(শেয়ার বাজার থেকে মিউচুয়াল ফান্ড, বিনিয়োগের খুঁটিনাটি - জানতে প়ড়ুন আমাদেরব্যবসাবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TRAI TV Channel Channel Selector Application Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE