অপব্যবহার ঠেকাতে মৃতদের আধার নম্বর নিষ্ক্রিয় করা শুরু করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউআইডিএআই। আজ এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এমন ১.১৭ কোটি আধার বাতিল করা হয়েছে। ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই কাজ। বাকি রাজ্যগুলিতে তা শুরু করার প্রক্রিয়া চলছে।
মৃত নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি মাই আধার পোর্টালে একটি পরিষেবা চালু করেছে ইউআইডিএআই। সেখানে মৃতের আধার নম্বর, মৃত্যু শংসাপত্রের নম্বর-সহ যাবতীয় তথ্য দিয়ে আবেদন দাখিল করতে পারবেন পরিবারের সদস্যেরা। তবে তার আগে আবেদনকারীর নিজের তথ্যও দাখিল করতে হবে। এর পাশাপাশি ইউআইডিএআই জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়াকে (আরজিআই) মৃতদের সম্পর্কে তথ্য সরবরাহের আবেদন জানানো হয়েছে। তাদের থেকে পাওয়া গিয়েছে ১.৫৫ কোটি তথ্য। যাচাই প্রক্রিয়ার পরে তার মধ্যে থেকেই আপাতত ১.১৭ কোটি আধার বাতিল করা হয়েছে। রাজ্যগুলিরও সাহায্য চাইছে ইউআইডিএআই। প্রাথমিক ভাবে ১০০ বছরের বেশি বয়সিদের আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করতে বলা হয়েছে রাজ্যগুলিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)