ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত বিজয় মাল্যের প্রত্যর্পণ রায়ই বহাল ব্রিটেন হাইকোর্ট।
এই বছরেই ফেব্রুয়ারি মাসে মাল্যকে ভারতের হাতে তুলে দেওয়ার নথিতে সই করে দিয়েছিলেন ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব সাজিদ জাভিদ। তারপর এই প্রত্যর্পণ প্রক্রিয়ার বিরুদ্ধে ব্রিটেন হাইকোর্টে আবেদন করেছিলেন মাল্য। সোমবার সেই মামলার শুনানিতে ব্রিটেন হাইকোর্ট ভারতে তাঁর প্রত্যর্পনেই সিলমোহর দিল।
মাল্যের হাতে এখন একটাই উপায় পড়ে রয়েছে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা। তা করতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। সুপ্রিম কোর্ট যদি তাঁর আবেদন মঞ্জুর না করে, তাহলে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।