Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lok Sabha ELection 2019

গাঁধীর হত্যাকারীদের কাছে দেশপ্রেম শিখব না, মোদী-বিজেপিকে আক্রমণ মমতার

তাঁর কাছ থেকে জবাব চাওয়া সাজে না বলেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মমতা। 

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ১৪:১৬
Share: Save:

গতকাল কোচবিহারের রাসমেলার মাঠে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সেখানে পাল্টা সভা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী। তাঁর হয়ে এ দিন প্রচারে যান মমতা। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।

সাধারণ মানুষকে সভায় আসতে বাধা দেওয়া হয়েছিল বলে গতকাল অভিযোগ তুলেছিলেন মোদী। জবাবে এ দিন তাঁকে ‘অকৃতজ্ঞ’ বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, রাজ্য সরকারই মোদীকে সভা করার জায়গা করে দিয়েছিল। তা সত্ত্বেও মিথ্যা অভিযোগ তুলছেন নরেন্দ্র মোদী। ‘অকৃতজ্ঞে’র মতো কথা বলছেন।

গত পাঁচ বছরে মোদী সরকার কিছু করেনি। তাই তাঁর কাছ থেকে জবাব চাওয়া সাজে না বলেও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন: মোদী দেশকে যে সম্মান দিয়েছেন, নেহরু-ইন্দিরা-রাজীবরা তা পারেননি! নাম না করেই সমালোচনায় বরুণ

জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি শেম শেম। এই বিজেপি আর না: মমতা। ওরা জানে না, একটা দু’টো অফিসার সরিয়ে কিচ্ছু করা যাবে না। এ ভাবে ভয় দেখিয়ে কিছু করতে পারবে না। বাকিরা ভয় পেলেও, আমি বিজেপি-মোদীকে ভয় পাই না: মমতা। ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। ছাপান্ন ইঞ্চি ছাতি দেখিয়ে ৫৬০ ইঞ্চির মিথ্যা বলে বেড়ান মোদী: মমতা। যাঁরা গণতন্ত্রকে স্তব্ধ করতে চায়, তাঁদের আপনারা স্তব্ধ করে দিন: মমতা। নোটবন্দির বিরুদ্ধে ভোট দিন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভোট দিন, শান্তির জন্য ভোট দিন, একতার জন্য ভোট দিন। বাংলার মাটির দিকে যেন তাকাতে না পারে, এমন ভাবে ভোট দিন: মমতা। বিজেপি ক্ষমতায় এলে দেশে স্বাধীনতা বলে আর কিছু থাকবে না। দেশে এখন ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকার চলছে। প্রতিবাদ করলেই গোয়েন্দা লেলিয়ে দিচ্ছে। কিন্তু আমি ভয় পাই না ওদের: মমতা। পাঁচ বছর ধরে শুধু বিদেশ ঘুরেছেন মোদী। দামি জামা-কাপড় পরে ঘুরে বেড়িয়েছেন: মমতা। রাফাল নিয়ে মুখ খুলছেন না কেন? মানুষকে কৈফিয়ত দিতে হবে: মমতা। সারদা-নারদ নিয়ে খোঁচা দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আমাদের আমলে তা হয়নি। সিপিএমের আমলে হয়েছিল। এতদিনে কাউকে ধরতে পেরেছেন? যাঁকে টিকিট দিয়েছেন, কোচবিহারে যাঁকে নিয়ে সভা করেছেন, সারদা কাণ্ডে অভিযুক্ত তিনি। ওঁকে তো আমরা তাড়িয়ে দিয়েছি। এর চেয়ে কোনও শ্রমিককে প্রার্থী করতে পারতেন। আমার কাছে চাইতে পারতেন দিয়ে দিতাম: মমতা। বাংলার মানুষ সুশিক্ষিত, সভ্য। এঁদের ভুল বোঝানো যায় না: মমতা। গাঁধীজিকে কারা খুন করেছিল? নেতাজিকে কারা সম্মান দেয়নি? স্বাধীনতা আন্দোলনে কারা অংশ নেয়নি, আজ তাদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে? মমতা। ঘরের মেয়েদের কথা আপনি কী বুঝবেন? নিজের স্ত্রীকে প্রাপ্য সম্মান দিয়েছেন?: মমতা। পাঁচ বছরে ২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন: মমতা। গোরক্ষার নামে তাণ্ডব চালাচ্ছে আরএসএস: মমতা। এমন মিখথ্যাবাদী প্রধানমন্ত্রী আগে দেখিনি: মমতা। মোদীর আমলে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন: মমতা।

আরও পড়ুন: ‘প্রতারণা’, ‘বিশ্বাসঘাতকতা’ ছাপিয়ে, দার্জিলিংয়ে স্বাভিমান বনাম উন্নয়নের গণিত​

চৌকিদার শুধু মিথ্যা বলেন: মমতা। জওয়ান মেরে জওয়ান প্রেম বিজেপির: মমতা। ঔদ্ধত্যবাদী, ফ্যাসিবাদী সরকার প্রতিশ্রুতি রাখতে জানে না : মমতা। বংলায় দূর্গা পূজা হয় না বলে মিথ্যা ছড়াচ্ছে। এদের সঙ্গে ঠিক কী করা উচিত মাথায় ঢোকে না : মমতা। আপনার মতো হিন্দু নই আমি। আমি রামকৃষ্ণের মতাদর্শে বিশ্বাস করি, কামাখ্যা বিশ্বাস করি, মা দূর্গাকে বিশ্বাস করি। হিন্দুধর্ম ত্যাগের কথা বলে। মিলেমিশে থাকার কথা বলে: মমতা। ছিটমহল সমস্যা তৃণমূল সরকার মিটিয়েছে, মোদী নন: মমতা। বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না: মমতা। অসম থেকে ৪০ লক্ষ বাঙালি তাড়িয়েছেন, এখন বাংলাতেও এনআরসি চালু করবেন বলছেন মোদী: মমতা। পাঁচ বছরে নিজে কিছু করেননি, এখন আমার কাছে হিসাব চাইছেন এক্সপায়ারি প্রধানমন্ত্রী: মমতা। আগে ছিলে চা-ওয়ালা, এখন নিজেকে চৌকিদার বলছেন। আসল চৌকিদার চান মানুষ, নকল নন : মমতা। মানুষ বলছে চৌকিদার চোর হ্যায়। বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে মোদীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE