Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Business

তথ্য ফাঁস! সাইরাস ‘ক্ষমার অযোগ্য’, প্রত্যাঘাত টাটা সন্সের

যে ভাবে সংস্থার বোর্ড সদস্যদের পাঠানো ই-মেল বার্তা তিনি সকলের সামনে ফাঁস করে দিয়ে সংস্থার ভাবমূর্তি নষ্ট করেছেন, গোপন তথ্য ফাঁস করেছেন, তাকে ‘ক্ষমার অযোগ্য’ বলল টাটা সন্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ১৮:৫৭
Share: Save:

এ বার প্রকাশ্যেই বরখাস্ত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির কড়া সমালোচনা করল টাটা সন্স। যে ভাবে সংস্থার বোর্ড সদস্যদের পাঠানো ই-মেল বার্তা তিনি সকলের সামনে ফাঁস করে দিয়ে সংস্থার ভাবমূর্তি নষ্ট করেছেন, গোপন তথ্য ফাঁস করেছেন, তাকে ‘ক্ষমার অযোগ্য’ বলল টাটা সন্স।

বৃহস্পতিবার টাটা সন্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এটা অত্যন্ত দুঃখজনক, টাটা সন্সের বোর্ড সদস্যদের পাঠানো ‘কনফিডেন্সিয়াল’ বার্তা সকলের সামনে ফাঁস করা হয়েছে। যা অভাবিত ও অমর্যাদাকর। এতে সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে। যা ক্ষমার অযোগ্য অপরাধ। সংস্থা পরিচালনা নিয়ে যে সব অভিযোগ (মিস্ত্রির অভিযোগ) করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। আর সেটা সঠিক সময়ে সঠিক জায়গায় তথ্যপ্রমাণ সহ দাখিল করা হবে।’’

২০১২ সালে পূর্বতন চেয়ারম্যান রতন টাটার স্থলাভিষিক্ত হন সাইরাস মিস্ত্রি। তাঁকেই টাটা সন্স পরিচালনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এর পর গত সোমবার হঠাৎই অপসারিত হন মিস্ত্রি। এর পরেই প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মিস্ত্রি। তাঁর কাজে ‘অনবরত নাক গলানো’র অভিযোগ তোলেন রতন টাটার বিরুদ্ধে। তার পর গত মঙ্গলবার তিন পাঁচ পাতার একটি দীর্ঘ ‘নোট’ পাঠান টাটা সন্সের বোর্ড সদস্যদের কাছে, ই-মেলে। তাতে তিনি সংস্থা পরিচালনার নানা ভুলভ্রান্তি আর রতন টাটার কিছু কাজকর্মের কড়া সমালোচনাও করেছিলেন। পরে সেই ‘নোট’ই তিনি সকলের সামনে ফাঁস করে দেন বলে অভিযোগ।

রতন টাটার ঘনিষ্ঠদের অভিযোগ, মিস্ত্রি গোপনে সংস্থার ফরেন অ্যাসেটস বিক্রির চেষ্টা করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Business Cyrus Mistry Ratan Tata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE