সংসদে বাজেট পেশের পর প্রত্যাশা মতো শেয়ার বাজারে হল না উত্থান। উল্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তৃতা চলাকালীন কিছুটা নিম্নমুখী হয় সেনসেক্স ও নিফটির সূচক। বাজারে ‘বুলিশ ট্রেন্ড’ দেখতে না পাওয়ার পিছনে একাধিক কারণের কথা বলছেন আর্থিক বিশ্লেষকেরা।
ব্রোকারেজ ফার্ম ‘নুভামা ওয়েলথ’-এর রিজ়িয়োনাল হেড তথা ভাইস প্রেসিডেন্ট কুণাল আচার্য বলেছেন, ‘‘এ বারের বাজেটে বড় ও ভারী শিল্পের জন্য কোনও ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। শুধুমাত্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিয়েছেন তিনি। এ ছাড়া বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ১০০ শতাংশ করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এতে আশাহত হয়েছে দেশের তাবড় শিল্প সংস্থা।’’
কুণালের দাবি, ‘‘বর্তমানে শেয়ার বাজারে অর্থের যোগান কম রয়েছে। চলতি আর্থিক বছরের (২০২৪-’২৫) দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে বড় পুঁজির সংস্থাগুলি ভাল ফল করতে পারেনি। এ দিনের বাজেটে সেই ব্যাপারে কোনও দিশা দেওয়া হয়নি। আর তাই সেনসেক্স এবং নিফটির সূচকে বিরাট উত্থান বা পতন লক্ষ করা যাচ্ছে না।’’
বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা। নতুন কর কাঠামো অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না বলে জানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন কর কাঠামোয় ১২ লক্ষ ৭৫ হাজার পর্যন্ত বার্ষিক আয়ে করের পরিমাণ শূন্য বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
কিন্তু এর প্রভাব এ দিন শেয়ার বাজারের উপর দেখা যায়নি। কারণ হিসাবে ‘নুভামা ওয়েলথ’-এর রিজ়িয়োনাল হেড কুণাল বলেছেন, ‘‘ভারতের মাত্র চার শতাংশ মানুষ আয়কর দিয়ে থাকেন। এই ছাড়ের ফলে উচ্চ আয়ের এক থেকে দু’শতাংশ মানুষ লাভবান হবেন। তা ছাড়া বাজেটে পুরনো কর কাঠামো নিয়ে একটি শব্দও খরচ করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পুরনো কর কাঠামোয় কর ছাড় পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লগ্নিতে উৎসাহ দেওয়া হয়েছে। নতুন কর কাঠামোয় সেই বিষয়টি নেই।’’ ফলে কর ছাড়ের জেরে আমজনতা বিপুল পরিমাণ শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্যান বা এসআইপিতে লগ্নি করবেন বলে মনে করছেন না তিনি।
নির্মলার বাজেটকে ‘জনমোহিনী’ বলেছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের দাবি, বাজেটে আমজনতার হাতে বেশি টাকা তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে বাজার থেকে জিনিসপত্র কেনার প্রবণতা বৃদ্ধি পাবে। ফলে পণ্য ও পরিষেবা কর (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি) বাবদ আয় করতে পারবে সরকার।
বাজেটে আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। আর্থিক বিশ্লেষক কুণাল আচার্যের অনুমান, আগামী দিনে পুরনো কর কাঠামোকে পুরোপুরি বন্ধ করবে সরকার। চলতি বছরে শেয়ার বাজার থেকে লগ্নিকারীদের বিপুল আয়ের সম্ভাবনা কম বলে উল্লেখ করেছেন তিনি। সেনসেক্স ও নিফটি ৫০-এর উত্থানের জন্য আপাতত নতুন আয়কর বিলের দিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।