দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলিকে রফতানিতে উৎসাহ দিতে বিশেষ প্রকল্প চালুর পরিকল্পনা করছে কেন্দ্র— জানিয়েছেন, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। মূলত, আর্থিক ভাবে সাহায্য করার কথাই ভাবছে সরকার।
সুইৎজ়ারল্যান্ডে সরকারি সফরে গিয়েছেন গয়াল। সেখানকার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘‘আমার মাথায় রয়েছে মূলত আর্থিক সহায়তার ভাবনা। এই ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাগুলি তাদের পণ্য কী করে বিদেশে আরও বেশি করে রফতানি করতে পারে, তার জন্য পদক্ষেপ করতে হবে।’’ গয়াল জানিয়েছেন, এই সহায়তা প্রকল্পে শামিল হতে পারে প্রায় ১২টি ক্ষেত্র। যার মধ্যে রয়েছে এই ধরনের সংস্থাগুলির জন্য সহজে ঋণ প্রকল্প, ই-কমার্স সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ, বিদেশি বাজার ধরা, বিশ্বব্যাপী প্রচারের উদ্যোগ প্রভৃতি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)