E-Paper

জিএসটি নিয়ে কটাক্ষের উত্তর, ‘উন্নত বিরোধী নেতা’ চেয়ে পাল্টা আক্রমণে অর্থমন্ত্রী

নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে তাঁর বক্তব্য, ভারতে ‘উন্নততর বিরোধী’ দরকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০১
নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন। —ফাইল চিত্র।

জিএসটি কাঠামোর পুনর্গঠনের পর থেকেই কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। তাদের ব্যাখ্যা, পরোক্ষ কর কাঠামোকে সরল করার বদলে যে আদতে জটিল করে দেওয়া হয়েছিল, তা কার্যত স্বীকার করে নিয়েছে মোদী সরকার। আজ এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে বিরোধী শিবিরের উদ্দেশে পাল্টা তির ছুড়লেন। নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে তাঁর বক্তব্য, ভারতে ‘উন্নততর বিরোধী’ দরকার।

জিএসটি পরিষদের সর্বশেষ বৈঠকের সিদ্ধান্তে ২২ সেপ্টেম্বর থেকে চারটির বদলে দু’টি স্তরে নেমে আসতে চলেছে এই পরোক্ষ কর। তবে একই সঙ্গে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন। কর কমার সুবিধা সংস্থাগুলি যে ক্রেতাদের দিচ্ছে, তা নিশ্চিত করা যাবে কী ভাবে? অনেক পণ্যের জিএসটি কমানো হলেও তার কাঁচামালের কর অপরিবর্তিত রয়েছে। তার কী মীমাংসা হবে? নির্মলার আশ্বাস, কর কমার সুবিধা ক্রেতার কাছে পৌঁছচ্ছে কি না, সে ব্যাপারে তিনি ব্যক্তিগত ভাবে নজরদারি চালাবেন। সেই সঙ্গে বিরোধীদের উদ্দেশে তোপ দেগে তাঁর বক্তব্য, জিএসটি-র এখনকার চারটি স্তরের সিদ্ধান্ত মোদী সরকারের নয়। রাজ্যগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির। দীর্ঘদিন যার শীর্ষে ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তিনি বলেন, ‘‘ভারতে উন্নততর বিরোধী দরকার। আমি তা বিশ্বাস করি। এখনকার বিরোধী নেতারা জনগণকে ভুল বোঝাচ্ছেন। দেশের ক্ষতি করছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

GST Nirmala Sitharaman

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy