দুই অঙ্ক দূর। জুলাই-সেপ্টেম্বরে দেশে সাবান, তেল, টুথপেস্ট, বিস্কুট-সহ দৈনন্দিন ভোগ্যপণ্যের বিক্রি বৃদ্ধির হার নামল এর অনেক নীচে। উপদেষ্টা নিয়েলসেন আইকিউ-এর সমীক্ষা বলছে, তা দাঁড়িয়েছে ৫.৪ শতাংশে। শহরাঞ্চলে সেই হার আগের চেয়ে সামান্য বাড়লেও, গ্রামের তুলনায় এখনও তা বেশ কম।
সরকারি মহলের বক্তব্য, গত ২২ সেপ্টেম্বর অনেক পণ্যে জিএসটি-র হার কমেছে। মাথা নামিয়েছে মূল্যবৃদ্ধিও। ফলে অক্টোবর থেকে পরের দু’টি ত্রৈমাসিকে এই সব ভোগ্যপণ্যের বিক্রি বাড়তে পারে। ঘুরে দাঁড়াতে পারে বাজার।
সমীক্ষায় দাবি, পরিমাণের দিক থেকে বিক্রি বৃদ্ধির হার ৫.৪% হলেও, সংখ্যার নিরিখে পণ্য বিকিয়েছে আরও বেশি। যার অর্থ, কম ওজনের ছোট মোড়কবন্দি জিনিসের চাহিদা বেড়েছে। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, এটা ক্রেতাদের হাতে টাকা কম থাকার লক্ষণ। পাশাপাশি, গ্রামাঞ্চলে ভোগ্যপণ্যের বিক্রি বৃদ্ধির হার ছিল ৭.৭%, যা শহরে মাত্র ৩.৭%। এই নিয়ে টানা সাতটি ত্রৈমাসিকে গ্রামে বিক্রি বাড়ল শহরের থেকে বেশি হারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)