Advertisement
E-Paper

রাজ্যে পুজোর আগেই খুচরো বিপণি ভি-মার্টের

পশ্চিমবঙ্গে খুচরো ব্যবসায় পা রাখছে ভি-মার্ট সংস্থা। উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতে ৯১টি শহরের ১০৮টি বিপণি থাকলেও ভি-মার্ট রাজ্যে এই প্রথম বিপণি খুলছে। সংস্থার সিএমডি ললিত অগ্রবাল বলেন, ‘‘দু’বছরে ১৫টি জেলায় বিপণি খুলব। প্রথম তিনটি চলতি বছরের সেপ্টেম্বরে, দুর্গাপুজোর আগেই খোলা হবে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:১১

পশ্চিমবঙ্গে খুচরো ব্যবসায় পা রাখছে ভি-মার্ট সংস্থা। উত্তর, পশ্চিম ও পূর্ব ভারতে ৯১টি শহরের ১০৮টি বিপণি থাকলেও ভি-মার্ট রাজ্যে এই প্রথম বিপণি খুলছে। সংস্থার সিএমডি ললিত অগ্রবাল বলেন, ‘‘দু’বছরে ১৫টি জেলায় বিপণি খুলব। প্রথম তিনটি চলতি বছরের সেপ্টেম্বরে, দুর্গাপুজোর আগেই খোলা হবে।’’

নিজস্ব ব্যবসার কৌশল মেনে অবশ্য পশ্চিমবঙ্গেও কলকাতার বদলে মাঝারি ও ছোট শহরে বিপণি খুলবে ভি-মার্ট। এই সব ডিপার্টমেন্টাল স্টোরে পোশাক, আনুষঙ্গিক সামগ্রী ও সংসারের জিনিসপত্র মিলবে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ৭ থেকে ৮টি বিপণি খোলার সুযোগ রয়েছে। ললিতবাবু বলেন, ‘‘ছোট শহরের বাসিন্দাকে এখন কলকাতায় গিয়ে যা কিনতে হয়, সেই সবই তাঁর নিজের শহরে, রেস্ত অনুযায়ী জোগান দেওয়া আমাদের লক্ষ্য। প্রথম দফায় রাজ্যে ৩০ কোটি টাকা লগ্নি হবে। ১৫টি বিপণিতে অন্তত ৫০০ জনের চাকরি হবে। পরবর্তী কালে উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য পশ্চিমবঙ্গে আঞ্চলিক ডিস্ট্রিবিউশন সেন্টার তৈরি করা হতে পারে।’’

ভি-মার্ট প্রথম রাজ্যে পা রাখলেও ললিত অগ্রবালের জন্ম কলকাতাতেই। তাঁর বাবা ১৯৭৫-এ কলকাতায় পোশাকের দোকান খোলেন। পরে তিনি কটকে ব্যবসা শুরু করেন। ১৯৯৯-এ ললিতবাবু তাঁর আত্মীয়দের সঙ্গে বিশাল মেগা মার্ট খোলেন। পরের বছর খোলেন অ্যাকোয়াটিকা। পরে দু’টি ব্যবসা থেকেই বেরিয়ে গিয়ে ২০০৩-এ আমদাবাদে নিজের ভি-মার্ট সংস্থার প্রথম বিপণি খোলেন তিনি। কলকাতার সঙ্গে পরিচিতি ও অতীতে ব্যবসার অভিজ্ঞতা তাঁকে এ বারেও সাহায্য করবে বলে ললিতবাবুর ধারণা। তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষ কখন কেনাকাটা করেন, কী ধরনের জিনিসপত্র পছন্দ করেন, তা আমার জানা। সেই অভিজ্ঞতা কাজে লাগবে।’’

v mart puja retail west bengal kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy