টাটা ট্রাস্টসের কাজকর্ম নিয়ে চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে মেহলি মিস্ত্রির মতবিরোধের মধ্যেই সেখানকার ট্রাস্টি হিসেবে সারা জীবনের জন্য বেণু শ্রীনিবাসনের নিয়োগে সায় দিল তাদের পর্ষদ। এই কাজিয়ায় যিনি রয়েছেন নোয়েলের পাশে। টাটা ট্রাস্টস অবশ্য টিভিএসের চেয়ারম্যান এমেরিটাস শ্রীনিবাসনের নিয়োগ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে সূত্রের খবর, সম্প্রতি পর্ষদের সব সদস্যতাঁর পুনর্নিয়োগে সায় দিয়েছেন। ২৩ অক্টোবর বেণুর মেয়াদ শেষ হবে। নিয়মঅনুসারে, সবাই একমত না হলে এই নিয়োগ সম্ভব হত না। এ বার সকলের চোখ টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির নিকটাত্মীয় ও শাপুরজি পালোনজি গোষ্ঠীর সঙ্গে যুক্ত মেহলির পুনর্নিয়োগের সিদ্ধান্তের দিকে। ২৮ অক্টোবর ট্রাস্টি পদে তাঁর শেষ দিন।
টাটা ট্রাস্টসের অধীনে রয়েছে স্যর দোরাবজি টাটা ট্রাস্ট, দ্য রতন টাটা ট্রাস্ট-সহ টাটা গোষ্ঠীর বিভিন্ন ট্রাস্ট। তাদের হাতে টাটা সন্সের প্রায় ৬৬% অংশীদারি। এই ট্রাস্টসেরই পর্ষদের চার সদস্য ডেরিয়াস খামবাটা, জাহাঙ্গির এইচ সি জাহাঙ্গির, প্রমিত জাভেরি এবং মেহলি মিস্ত্রির দিকে পর্ষদের কাজে হস্তক্ষেপ ও প্রাক্তন প্রতিরক্ষা সচিব বিজয় সিংহকে টাটা সন্সের পর্ষদে পুনর্নিয়োগে আপত্তির অভিযোগ উঠেছিল। তাঁদের উল্টো দিকে রয়েছেন রতন টাটার সৎভাই ও টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল এবং শ্রীনিবাসন। এই অবস্থায় বেণুরনিয়োগে সকলের সায় তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
একটি সূত্রের দাবি, টাটা ট্রাস্টসের পর্ষদে নিয়োগ বা পুনর্নিয়োগে সব সদস্যের সায় লাগে। সারা জীবনের জন্য নিয়োগের ক্ষেত্রে তো তা লাগেই। যদিও অপর সূত্র বলছে, পুনর্নিয়োগের বিষয়টি আপনা থেকেই স্থির হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)