তিনি দেশের সব থেকে ধনি ব্যক্তি। তাই এ দেশে বিশ্বের অন্যতম বিলাসবহুল এসইউভি রোলস রয়েস কালিনানের মালিক যে মুকেশ অম্বানী হবেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। বছর খানেক আগে লঞ্চ করেই এই গাড়ি সাড়া ফেলে দিয়েছে।
কালিনান নামটি এসেছে বিশ্বের সব থেকে বড় হিরের নাম থেকে। দক্ষিণ আফ্রিকায়১৯০৫ সালে খুঁজে পাওয়া যায় ৩১০০ ক্যারেটের এই হিরে। নাম রাখা হয় কালিনান। সেই নাম থেকেই রোলস রয়েস তাদের এই বিলাসবহুল এসইউভির নাম রেখেছে, ‘কালিনান’।
মুকেশ অম্বানীর রোলস রয়েস কালিনানের দাম পড়ছে ৬ কোটি ৯৫ লক্ষ টাকা। এতে রয়েছে ৬.৮ লিটার ভি১২ পেট্রল ইঞ্জিন। সেই সঙ্গে রয়েছে টুইন টার্বোচার্জার। এতে রয়েছে ৮-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। কালিনান শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতিঘণ্টার গতি তুলতে নেয় মাত্র ৫ সেকেন্ড। তবে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪৯ কিলোমিটার।