Advertisement
১০ মে ২০২৪

আমেরিকায় ডিজেল অডি এবং ফোক্সভাগেন গাড়ি বিক্রি বন্ধ রাখছে ফোক্সভাগেন

আমেরিকায় ডিজেল চালিত অডি এবং চারটি সিলিন্ডারযুক্ত ফোক্সভাগেন ব্র্যান্ডের গাড়ি বিক্রি সাময়িক ভাবে বন্ধ রাখছে জার্মান বহুজাতিকটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে।

সংবাদ সংস্থা
ফ্র্যাঙ্কফুর্ট শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৮
Share: Save:

আমেরিকায় ডিজেল চালিত অডি এবং চারটি সিলিন্ডারযুক্ত ফোক্সভাগেন ব্র্যান্ডের গাড়ি বিক্রি সাময়িক ভাবে বন্ধ রাখছে জার্মান বহুজাতিকটি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফোক্সভাগেনের গাড়িগুলি তৈরির সময় সংস্থা কার্বন নির্গমন সংক্রান্ত আইন ভেঙেছে বলে সম্প্রতি খবর প্রকাশ্যে এসেছে। তার পরই বিক্রি বন্ধের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফোক্সভাগেন। অভিযোগ প্রমাণিত হলে সংস্থার ১,৮০০ কোটি ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত সে দেশে প্রায় ২.৪০ লক্ষ গাড়ি বিক্রি করেছে ফোক্সভাগেন। তার মধ্যে অগস্টে আমেরিকায় বিক্রি হওয়া সংস্থার গাড়ির ২৩ শতাংশই এই নিয়ম ভেঙেছে বলে প্রকাশ। মার্কিন সরকারি সূত্র অনুসারে, ৪.৮২ লক্ষ গাড়ির ক্ষেত্রেই তা চলাকালীন কার্বন নির্গমন প্রক্রিয়া বন্ধ করার ব্যবস্থা রেখেছিল ফোক্সভাগেন। এক মাত্র পরীক্ষা করতে গেলেই তা চালু হয়। বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন ফোক্সভাগেন কর্তা মার্টিন উইন্টারকর্ন। ইতিমধ্যেই বাইরের সংস্থাকে দিয়ে তদন্তও করানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

america audi car audi volkswagen sell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE