Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Walmart

ওয়ালমার্ট, ভেরিজ়নের লগ্নির জল্পনা ভোডাফোনে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ০৫:৩৫
Share: Save:

টেলিকম সংস্থাগুলির স্পেকট্রাম ও লাইসেন্স ফি সংক্রান্ত বকেয়া মেটানোর সময়সীমা নিয়ে সম্প্রতি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পর আজ, শুক্রবার সেই অর্থ সংস্থানের লক্ষ্যে বৈঠকে বসবে ভোডাফোন-আইডিয়ার (ভিআইএল) পরিচালন পর্ষদ। ঠিক তার আগে বাজারে জল্পনা ছড়াল, ভিআইএলের অংশীদারি কিনতে আগ্রহী মার্কিন বহুজাতিক ওয়ালমার্ট ও ভেরিজ়ন কমিউনিকেশন্স। প্রায় ৪০০ কোটি ডলার লগ্নি করতে পারে তারা। যদিও বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জকে ভিআইএল জানিয়েছে, পর্ষদ বৈঠকের আলোচনাসূচিতে এই ধরনের কোনও প্রসঙ্গ নেই।

বকেয়া মেটাতে ভিআইএল ২০ বছর সময় চাইলেও সুপ্রিম কোর্ট সব সংস্থাকেই ১০ বছর সময় দিয়েছে। এই বাড়তি সময় ভিআইএলের ক্ষেত্রে কতটা সুবিধাজনক, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারও মতে, আপাতত অন্তত অক্সিজেন পেয়েছে সংস্থাটি। অন্য অংশ মনে করছে, ভবিষ্যতের পথ এখনও কঠিন। এই প্রেক্ষিতে বৈঠকের গুরুত্ব বেড়েছে।

এক সময় গুগ্ল ভিআইএলের অংশীদারি কিনতে পারে বলে খবর ছড়িয়েছিল। পরে অবশ্য তারা রিলায়্যান্স-জিয়োর অংশীদারি কেনে। বকেয়া মামলায় ভিআইএলের অনিশ্চিত ভবিষ্যতের জন্য সংস্থায় লগ্নি নিয়ে সংশয় থেকেই অংশীদারি বিক্রির আলোচনা থমকে গিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। ওয়াকিবহাল মহলের দু’টি সূত্রের বক্তব্য, এখন মার্কিন সংস্থা ওয়ালমার্ট ও ভেরিজ়ন সেই আলোচনা শুরু করতে চাইছে। ওয়ালমার্ট ও ভেরিজ়ন অবশ্য এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Walmart Verizone Vodafone-Idea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE