জুন মাসে দেশে পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির হার কমার ইঙ্গিত মিলল উপদেষ্টা সংস্থা মার্কিটের করা সমীক্ষায়। ব্যবসায় নতুন বরাত আসার সংখ্যা কমে যাওয়াই যার অন্যতম কারণ বলে জানিয়েছেন সংস্থাটির অর্থনীতিবিদ পলিআন্না দ্য লিমা।
ভারতে পরিষেবা ক্ষেত্রের হাল কেমন, বিভিন্ন সংস্থার মধ্যে সমীক্ষা করে সে বিষয়ে পূর্বাভাস দেয় নিক্কেই-এর সার্ভিসেস পারচেজিং ম্যানেজার্স সূচক (সার্ভিসেস পিএমআই)। মার্কিটের ওই সমীক্ষায় দেখা যাচ্ছে যে, জুনে ওই সূচক নেমেছে ৫০.৩-এ। যা গত সাত মাসে সবচেয়ে কম। এ নিয়ে টানা তিন মাস কমলো এই সূচক।
সমীক্ষা অনুসারে, গত মাসে পরিষেবা সংস্থাগুলির খরচ বাড়লেও, সেই অনুপাতে বাড়েনি আয়। পাশাপাশি, দেশে-বিদেশে চাহিদা সে রকম না-থাকার জেরও পড়েছে পরিষেবা ক্ষেত্রের উপর। এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকলে, আগামী ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। তবে অন্য অংশের মতে, পরিষেবা দেওয়ার খরচ বেড়েছে। যে কারণে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে শীর্ষ ব্যাঙ্ক এখনই সুদ কমানোর পথে না-ও হাঁটতে পারে বলে ধারণা তাদের।