Advertisement
০২ মে ২০২৪
Textile Hub

রাজ্যে বস্ত্র হাব, হোসিয়ারি কারখানা

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে শিল্পমন্ত্রী শশী পাঁজা জানান, আগের সিদ্ধান্ত অনুসারেই মেটিয়াব্রুজে বড় বস্ত্র হাব তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

Representative Image

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ০৮:৩৯
Share: Save:

রাজ্যে একাধিক বস্ত্র হাব এবং হোসিয়ারি কারখানা তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার। দাবি করল, লিজ়ে (ইজারা) নেওয়া জমিতে মালিকানা পাওয়ার কাজও দ্রুত এগোচ্ছে।

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে শিল্পমন্ত্রী শশী পাঁজা জানান, আগের সিদ্ধান্ত অনুসারেই মেটিয়াব্রুজে বড় বস্ত্র হাব তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। অন্য দিকে, রাজ্য হোসিয়ারি পার্ক পরিকাঠামোর জমি রয়েছে হাওড়ায়। তার ৩.৬ একরে আরও ১৫টি নতুন হোসিয়ারি পণ্য উৎপাদনের পরিকাঠামো তৈরি হবে।

এ দিন রাজ্যের তরফে দাবি, ইজারায় নেওয়া জমির মালিকানা বদলের জন্য তাদের আনা জমির রূপান্তর প্রকল্পেও সাড়া মিলছে। ইতিমধ্যেই সরকারের খাস জমিতে থাকা লিজ়কে মালিকানায় বদলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অনুমোদিত হয়েছে ৪৫-৫০টি এমন আবেদনপত্র। এ দিনের বৈঠকের পরে বলা হয়, তেমন জমিতে কেউ শিল্প গড়ে থাকলে জমিটি সংশ্লিষ্ট ওই পক্ষকে কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। জলপাইগুড়িতে ৯.৯৪ একর জমির মালিকানা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটি বেসরকারি কারখানার অনুকূলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hosiery Industry Shashi Panja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE