ক্ষুদ্র শিল্পকে নজরে রেখে আগামী ১০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে ‘শিল্পের সমাধান’ কর্মসূচি শুরু করছে রাজ্য সরকার। নবান্ন সব জেলাশাসককে নির্দেশ দিয়েছে, ৫ নভেম্বরের মধ্যে শিবিরের প্রস্তুতি শেষ করতে হবে।
প্রতিটি পুরসভা এবং ব্লকে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে এই শিবির আয়োজিত হবে। ছোট ব্যবসায়ীদের সমস্যা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন, পরিবেশ ও দমকলের ছাড়পত্র পাওয়া, বিদ্যুৎ সংযোগ এবং জমি সংক্রান্ত যে কোনও সমস্যা, ব্যাঙ্ক ঋণ ইত্যাদি জানানো যাবে সেখানে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি বস্ত্র শিল্পের নানা প্রকল্পে সুবিধা পাওয়ার জন্যও আবেদন করা যাবে। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, সংখ্যালঘু, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, কারিগরি শিক্ষা, আদিবাসী কল্যাণ ও অনগ্রসর কল্যাণ দফতর। নবান্ন সূত্রের বক্তব্য, ডিসেম্বরে এখানে ব্যবসা সংক্রান্ত সম্মেলন ‘বিজনেস কনক্লেভ’ অনুষ্ঠিত হওয়ার কথা। তার জন্যেই এই প্রস্তুতি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)