কর্মী রাজ্য বিমা (ইএসআই) প্রকল্পে অব্যবস্থার প্রতিবাদ জানাতে সম্প্রতি সংস্থার কলকাতা দফতরের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল টিইউসিসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল পারমানেন্ট জুট ওয়ার্কার্স ইউনিয়ন। ইএসআই-এর আঞ্চলিক ডিরেক্টরের কাছে স্মারকলিপি জমা দেয় তারা। সংগঠনের সভাপতি এবং টিইউসিসি-র সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি বলেন, ‘‘প্রকল্পের সুবিধা পেতে সদস্যদের চূড়ান্ত হয়রানি হচ্ছে। অনেক ক্ষেত্রে ইএসআই-এর ডিসপেন্সারিগুলিতে গিয়ে সদস্যদের পরিষেবা এবং ওষুধ না পেয়ে ফিরে আসতে হয়। নিম্নমানের ওষুধও দেওয়া হয়। যার জন্য সদস্যেরা বাধ্য হন বাইরে থেকে ওষুধ কিনতে এবং নিজস্ব খরচে চিকিৎসা করাতে। ইএসআই হাসপাতালে রয়েছে দালাল চক্রের সমস্যাও।’’ চটকলগুলির চুক্তিভিত্তিক শ্রমিকদেরও প্রকল্পের সুবিধার দাবি জানিয়েছে সংগঠনটি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)