Advertisement
E-Paper

ই-লেনদেনে প্রথম দশে ফিরল রাজ্য

এই পরিস্থিতি থেকে তালিকার প্রথম দিকে ফেরা তাই তাৎপর্যপূর্ণ। যদিও অনেকে বলছেন, মোট ই-লেনদেনে প্রথম চার রাজ্যের তুলনায় এখনও অনেক পিছনে পশ্চিমবঙ্গ। আর মাথাপিছু হিসেবেও শুধু উত্তরপ্রদেশ ছাড়া বাকি পাঁচ রাজ্য তার অনেকখানি আগে।

গার্গী গুহঠাকুরতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০৩:২৫

গত পাঁচ মাসে লাফিয়ে বেড়েছে বৈদ্যুতিন লেনদেন (ই-ট্রানজাকশন)। ইন্টারনেট মারফত সরকারি পরিষেবার দরজায় উঁকি মারার প্রবণতাও বেড়েছে অনেকখানি। আর মূলত সেই কারণেই দেশে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ই-গভর্ন্যান্সের তালিকায় প্রথম দশে ফিরল পশ্চিমবঙ্গ।

কেন্দ্রীয় সরকারের পোর্টাল ই-তালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মার্চ থেকে অগস্টের মধ্যে রাজ্যে মোট বৈদ্যুতিন লেনদেন হয়েছে প্রায় ১৮ কোটি ১৬ লক্ষ। সেই নিরিখে রাজ্য সপ্তম স্থানে। শীর্ষে গুজরাত। তারপরে এ রাজ্যের উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও কেরল। মাথাপিছু লেনদেনের হিসেবেও রাজ্য ছ’নম্বরে। উত্তরপ্রদেশ ছাড়া বাকি পাঁচ রাজ্যের ঠিক পরে।

আরও পড়ুন: পা রাখতে পারেন ঝুঁকে পড়া বাজারে

মাঝে ই-লেনদেনে অনেকখানি পিছিয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ। এ রাজ্যের মুখ্যমন্ত্রী আম-দরবারে নিজের ও সরকারের বার্তা পৌঁছে দিতে হামেশাই ফেসবুক আর টুইটারের হাত ধরেন। প্রায় সমস্ত বণিকসভার মঞ্চে রাজ্যকে তুলে ধরতে ই-গভর্ন্যান্সকে হাতিয়ার করেন অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। সেই রাজ্যের ই-লেনদেনে পিছিয়ে পড়া নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর।

এই পরিস্থিতি থেকে তালিকার প্রথম দিকে ফেরা তাই তাৎপর্যপূর্ণ। যদিও অনেকে বলছেন, মোট ই-লেনদেনে প্রথম চার রাজ্যের তুলনায় এখনও অনেক পিছনে পশ্চিমবঙ্গ। আর মাথাপিছু হিসেবেও শুধু উত্তরপ্রদেশ ছাড়া বাকি পাঁচ রাজ্য তার অনেকখানি আগে।

রাজ্য সরকারি সূত্রে খবর, এখন খোদ মুখ্যমন্ত্রীর অধীনে এই দফতর থাকায় বাড়তি নজরদারি রয়েছে। তা ছাড়া, শিল্পে বিনিয়োগ টানতে সম্প্রতি নতুন ‘এক জানলা’ আইন তৈরির মূলেও রয়েছে অনলাইন ব্যবস্থা। নেট দুনিয়ার সুবিধা কাজে লাগিয়ে সহজে ব্যবসা করার মাপকাঠিতেও রিপোর্ট কার্ড ঝকঝকে করতে চায় রাজ্য। বিশেষজ্ঞদের দাবি, সে ক্ষেত্রেও ই-গভর্ন্যান্সকে অন্যতম হাতিয়ার করছে রাজ্য। এ বিষয়ে এখন বাড়তি জোর দেওয়া হচ্ছে সেই কারণেও।

একই সঙ্গে বেড়েছে নেটে সরকারি পরিষেবার সংখ্যাও। আপাতত মিলছে ১০১টি। যা তামিলনাড়ুর (৬১) থেকে বেশি। তবে পিছনে তেলঙ্গানা (২২২), অন্ধ্রপ্রদেশ (২০৪) ও গুজরাতের (১৪৬) চেয়ে।

সারা দেশে বিভিন্ন ই-গভর্ন্যান্স প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিন লেনদেন মেপে রাখাই কেন্দ্রীয় ওয়েব পোর্টাল ‘ই তাল’-এর কাজ।

কে কোথায়

রাজ্য ই-লেনদেন

মোট* মাথাপিছু

গুজরাত ৩৮.৩৬ ৬,৩৫৪

অন্ধ্রপ্রদেশ ৩২.১২ ৬,৪৯৩

তেলঙ্গানা ২৮.৫৭ ৮,১১৭

তামিলনাড়ু ২৪.২৪ ৩,৩৬০

উত্তরপ্রদেশ ১৯.০১ ৯৫২

কেরল ১৮.৭৬ ৫,৬১৯

পশ্চিমবঙ্গ ১৮.১৬ ১,৯৮৮

* হিসেব কোটিতে
তথ্যসূত্র : কেন্দ্রীয় সরকার

E transaction West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy