Advertisement
০১ এপ্রিল ২০২৩
Ukraine

Ukraine: ভারতে ইউক্রেনে তৈরি চাকা আসছে আকাশপথে

যাত্রী এবং পণ্যবাহী ট্রেনের চাকা তৈরির ক্ষেত্রে ইউরোপে ইউক্রেনের খ্যাতি আছে। চাহিদার প্রায় ৭০ শতাংশ ওই দেশ একাই জোগান দিয়ে এসেছে এত দিন।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ০৫:২৭
Share: Save:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বাতিল করতে হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের চাকার বরাত। কারণ, আধুনিক প্রযুক্তির ওই চাকা আসার কথা ছিল ইউক্রেন থেকে। যেখানে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত কারখানা। তবে রেল সূত্রের খবর, নির্মাণ পরবর্তী পরীক্ষার জন্য প্রথম দু’টি নমুনা রেকের চাকা তার আগেই তৈরি হয়ে গিয়েছিল। যুদ্ধের মধ্যে দ্রুত সেগুলি ইউক্রেন থেকে স্থলপথে রোমানিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ বার আকাশপথে সেই চাকাই আনা হচ্ছে মুম্বইতে। আগামী ১২ মে থেকে তিন দিন ধরে এনে তা চেন্নাইয়ের আইসিএফ-এর কারখানায় নিয়ে যাওয়া হবে, দাবি সূত্রের।

Advertisement

যাত্রী এবং পণ্যবাহী ট্রেনের চাকা তৈরির ক্ষেত্রে ইউরোপের বাজারে ইউক্রেনের খ্যাতি আছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চাহিদার প্রায় ৭০ শতাংশ ওই দেশ একাই জোগান দিয়ে এসেছে এত দিন। ভারত যার বড় ক্রেতা। কিন্তু যুদ্ধের কারণে চাকার নির্মাণ বন্ধ হওয়ার ফলে ইউরোপের বাজারে ট্রেন তৈরির সঙ্গে যুক্ত অন্যান্য দেশের সঙ্গে সমস্যায় পড়ে ভারতও।

পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেই সমস্যাই মেটানোর চেষ্টা করছে নয়াদিল্লি। প্রায় দু’মাস ধরে নমুনা রেকের পরীক্ষা চলবে। এই সময়ের মধ্যেই নতুন তৈরি হতে চলা রেল রেকের চাকার জোগান নিশ্চিত করতে বিকল্প বাজার খুঁজে বার করার চেষ্টা করছে তারা। সূত্রের খবর, আমেরিকা-সহ অন্য আরও কয়েকটি দেশ থেকে আমদানির চেষ্টা চালানো হচ্ছে। যাতে নতুন রেক তৈরি শুরুর আগেই বিষয়টি চূড়ান্ত করা যায়।

সূত্র জানিয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামী জুলাইয়ে প্রথম রেক চালু করা হবে। নয়তো পরের রেকগুলি তৈরির কাজ ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ওই নমুনা রেকের চাকা আনার কাজও দ্রুত সেরে ফেলতে হবে এখনই। আকাশপথে রোমানিয়া থেকে ভারতে আসতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগে। এক এক বারে গড়ে ৪০টি করে চাকা আনা হবে বলে খবর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.