Advertisement
E-Paper

আমদানি শুল্কছাড়ের তালিকায় ২০১টি তথ্যপ্রযুক্তি সামগ্রী

কম্পিউটার থেকে টাচ স্ক্রিন ফোন, ভিডিও গেমের যন্ত্রাংশ থেকে এমআরআই মেশিন— আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেওয়ার জন্য শুক্রবার এ রকম ২০১টি তথ্যপ্রযুক্তি পণ্যের তালিকা চূড়ান্ত করল বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এ বিষয়ে একমতও হয়েছে প্রধান তথ্যপ্রযুক্তি সামগ্রী রফতানিকারী দেশগুলি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০২:৪১
চুক্তি নিয়ে আলোচনা। ডব্লিউটিও-তে।

চুক্তি নিয়ে আলোচনা। ডব্লিউটিও-তে।

কম্পিউটার থেকে টাচ স্ক্রিন ফোন, ভিডিও গেমের যন্ত্রাংশ থেকে এমআরআই মেশিন— আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেওয়ার জন্য শুক্রবার এ রকম ২০১টি তথ্যপ্রযুক্তি পণ্যের তালিকা চূড়ান্ত করল বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। এ বিষয়ে একমতও হয়েছে প্রধান তথ্যপ্রযুক্তি সামগ্রী রফতানিকারী দেশগুলি। তবে বিষয়টি কার্যকর করতে এখন সব সদস্য রাষ্ট্রের সমর্থন পাওয়ার অপেক্ষা।

অবশ্য এই উদ্যোগে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারতের তথ্যপ্রযুক্তি মহল। তাদের আশঙ্কা, নরেন্দ্র মোদীর সরকার যখন দেশীয় কারখানায় পণ্য তৈরি ও সেই পণ্য বিদেশে রফতানির উপর জোর দিচ্ছে (মেক ইন ইন্ডিয়া), সে সময় এ রকম একটি চুক্তি বিদেশের পণ্য দেশের বাজারে ঢোকার সুযোগ করে দেবে। যার জেরে দেশীয় তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবসা মার খাওয়ার সম্ভাবনা। শুক্রবার কলকাতায় বণিকসভা আইসিসি-র অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সংগঠন ন্যাসকমের প্রেসিডেন্ট আর চন্দ্রশেখর জানান, ডব্লিউটিও-র চুক্তিতে ভারত শরিক হলে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির উপর প্রভাব পড়বে। এই চুক্তি ভারতের বাজারে পা রাখার সুযোগ দেবে বিশ্বের বিভিন্ন সংস্থাকে। প্রশ্ন হল, বদলে ভারত কী পাবে। সে ক্ষেত্রে পরিষেবা ও প্রযুক্তিতে দেশের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে সে দিকে খেয়াল রাখতে হবে, দাবি ন্যাসকমের।

উল্লেখ্য, শেষ পর্যন্ত এই বিষয়ে ডব্লিউটিও-র সব সদস্যের সমর্থন মিললে ১৮ বছরের মধ্যে এটাই হবে বিশ্ব জুড়ে মুক্ত বাণিজ্য ও আমদানি শুল্কছাড়ের প্রথম চুক্তি। খুলে যাবে ১.৩ লক্ষ কোটি ডলারের বাজার। তথ্যপ্রযুক্তি পণ্যগুলি অন্য দেশের থেকে কিনতে গাঁটের কড়ি খরচ করতে হবে কম।

wto 201 information technology goods import duties 201 it goods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy