ফের নিজেদের মুদ্রা ইউয়ানের দরের দৈনিক সীমা নামিয়ে দিল চিন। ডলারের তুলনায় ইউয়ানের দাম বেঁধে দেওয়ার সময়ে ওই মূল্যবন্ধনী আগের দিনের তুলনায় ০.৬০ শতাংশ কমিয়েছে পিপ্লস ব্যাঙ্ক অব চায়না। ফলে ১ ইউয়ান দাঁড়িয়েছে ৬.৪৯৪৩ থেকে ১.০ ডলারের মধ্যে। চিনা শীর্ষ ব্যাঙ্ক ইউয়ানের দর নিয়ন্ত্রণ করতে নির্ধারিত সীমার চেয়ে ২ শতাংশের বেশি তাকে উঠতে বা পড়তে দেয় না।
প্রসঙ্গত, গত বছরের অগস্টে পরপর দু’দিনে ইউয়ানের দর প্রায় ৫ শতাংশ কমিয়ে বিশ্ব জুড়ে শেয়ার বাজারে ধাক্কা দিয়েছিল চিন। মুদ্রার সস্তা দামের হাত ধরে সারা বিশ্বে সস্তার পণ্য বেচে রফতানির বাজারে আরও বেশি জায়গা করে নেওয়াই লক্ষ্য চিনের। যার জেরে আর্থিক বৃদ্ধির হারকেও টেনে তুলতে চায় তারা।
গত শুক্রবারই অবশ্য ইউয়ান-ডলার বিনিময় মূল্য ০.৫৬% বাড়িয়েছিল চিন। ১১ বছরে এত বেশি বাড়েনি তাদের মুদ্রার দাম। তার পরেই এ দিন মূল্য-সীমা প্রায় একই হারে কমিয়ে দিল তারা।