Advertisement
২০ এপ্রিল ২০২৪

এ বার ব্যাঙ্কে প্রযুক্তি পরিষেবা দেওয়া বিদেশি সংস্থাকেও চোখরাঙানি চিনের

গুগ্ল, ফেসবুকের মতো সংস্থার সঙ্গে বিরোধের পর ফের এক বার সংঘাতের সম্ভাবনা তৈরি হল চিনের সরকার এবং বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মধ্যে। এ বার তার মূলে রয়েছে দেশের ব্যাঙ্কিং শিল্পে চিনের আরও কঠোর তথ্যপ্রযুক্তি নীতি আনার প্রস্তাব। সম্প্রতি দেশের শিল্পকে উৎসাহ দিতে এবং বিদেশি পরিষেবার উপর নির্ভরতা কমাতে এই প্রস্তাব এনেছে চিন।

সংবাদ সংস্থা
বেজিং ও সান ফ্রান্সিসকো শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৫ ০২:২১
Share: Save:

গুগ্ল, ফেসবুকের মতো সংস্থার সঙ্গে বিরোধের পর ফের এক বার সংঘাতের সম্ভাবনা তৈরি হল চিনের সরকার এবং বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মধ্যে। এ বার তার মূলে রয়েছে দেশের ব্যাঙ্কিং শিল্পে চিনের আরও কঠোর তথ্যপ্রযুক্তি নীতি আনার প্রস্তাব।

সম্প্রতি দেশের শিল্পকে উৎসাহ দিতে এবং বিদেশি পরিষেবার উপর নির্ভরতা কমাতে এই প্রস্তাব এনেছে চিন। সেই অনুসারে, চিনের ব্যাঙ্কগুলিকে কম্পিউটার, সার্ভার, রাউটার-সহ মোট ৬৮টি নির্দিষ্ট হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিক্রি করতে চাইলে সংস্থাগুলিকে বিশেষ নজরদারি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সংস্থার যন্ত্রের মধ্যে কী ধরনের তথ্য রয়েছে, তার উপর নজরদারি চালাতে বিশেষ ব্যবস্থাও তৈরি করতে হবে। যে সব পণ্য সুরক্ষিত তকমা পাবে এবং যেগুলিকে নিয়ন্ত্রণ করা যাবে, একমাত্র সেগুলিই চিনা ব্যাঙ্কিং শিল্পকে বিক্রি করা যাবে।

এই পুরো বিষয়টি নিয়ে নিজেদের ক্ষোভ গোপন করেনি বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। ১৮টি মার্কিন সংস্থা এই নীতি চালু পিছিয়ে দিতে বেজিংকে আবেদন জানিয়েছে। তাদের অভিযোগ, দেশীয় সংস্থাগুলিকে সুবিধা পাইয়ে দিতেই চিন খোলা বাজারের অর্থনীতি থেকে সরে আসছে। পাশাপাশি, জোরদার করছে নজরদারি। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, প্রথমে ব্যাঙ্কিং ক্ষেত্রে এই নীতি কার্যকর হলেও, আগামী দিনে টেলি পরিষেবা-সহ অন্যান্য শিল্পেও তা আনবে চিন। বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্কিং শিল্পে ব্যবহৃত এই সব হার্ডওয়্যার ও সফটওয়্যার শিল্পে ইতিমধ্যেই চিনা সংস্থাগুলির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে এতে দীর্ঘমেয়াদে বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

google china beijing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE