Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জেনিভায় আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী

প্রতি বছরই এই সময় দুনিয়াজুড়ে গাড়িপ্রেমীদের চোখ থাকে জেনিভার আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীর দিকে। সুইৎজারল্যান্ডের ওই শহরে এই প্রদর্শনীতে ফি বছর নিজেদের নতুন গাড়ির সম্ভার নিয়ে হাজির হয় বিশ্বের তাবড় গাড়ি সংস্থা। তার মধ্যে নয়া মডেল যেমন থাকে, তেমনই থাকে ভবিষ্যতের গাড়িও (কনসেপ্ট কার)। এই বছরও জেনিভায় শুরু হয়েছে ৮৫তম আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী। প্রথা মেনে মূল প্রদর্শনী শুরুর আগে তা খুলে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমের জন্য।

টাটা মোটরসের ভবিষ্যতের গাড়ি (কনসেপ্ট কার) কানেক্টনেক্সট।

টাটা মোটরসের ভবিষ্যতের গাড়ি (কনসেপ্ট কার) কানেক্টনেক্সট।

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০০:০১
Share: Save:

প্রতি বছরই এই সময় দুনিয়াজুড়ে গাড়িপ্রেমীদের চোখ থাকে জেনিভার আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীর দিকে। সুইৎজারল্যান্ডের ওই শহরে এই প্রদর্শনীতে ফি বছর নিজেদের নতুন গাড়ির সম্ভার নিয়ে হাজির হয় বিশ্বের তাবড় গাড়ি সংস্থা। তার মধ্যে নয়া মডেল যেমন থাকে, তেমনই থাকে ভবিষ্যতের গাড়িও (কনসেপ্ট কার)। এই বছরও জেনিভায় শুরু হয়েছে ৮৫তম আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী। প্রথা মেনে মূল প্রদর্শনী শুরুর আগে তা খুলে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমের জন্য। নানা দেশের গাড়ি বহুজাতিকগুলির পাশে সেখানে নজর কাড়ছে টাটা মোটরসের ভবিষ্যতের গাড়িও।

প্রদর্শনীর ছবিগুলি রয়টার্স-এর তোলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE