Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পাইকারি বাজার দর জানুয়ারিতে সর্বনিম্ন

বিশ্ব বাজারে তেলের দাম কমার প্রভাব পড়ল সার্বিক মূল্যবৃদ্ধির উপর। পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার নামল গত সাড়ে পাঁচ বছরে সবচেয়ে নীচে। যার জেরে জানুয়ারিতে দাম বাড়ার বদলে তা সরাসরি কমেছে ০.৩৯% হারে। এর আগে সার্বিক মূল্যবৃদ্ধি ০.৪০% কমেছিল ২০০৯-এর জুনে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১২
Share: Save:

বিশ্ব বাজারে তেলের দাম কমার প্রভাব পড়ল সার্বিক মূল্যবৃদ্ধির উপর। পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার নামল গত সাড়ে পাঁচ বছরে সবচেয়ে নীচে। যার জেরে জানুয়ারিতে দাম বাড়ার বদলে তা সরাসরি কমেছে ০.৩৯% হারে। এর আগে সার্বিক মূল্যবৃদ্ধি ০.৪০% কমেছিল ২০০৯-এর জুনে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত তিন মাসে এই নিয়ে দ্বিতীয় দফায় দাম সরাসরি কমলো, যার অর্থ মূল্যবৃদ্ধি নামল শূন্যের নীচে। এর আগে নভেম্বরে পাইকারি দর কমেছিল ০.১৭% হারে (সংশোধিত হার), যদিও আগের হিসাবে মূল্যবৃদ্ধি ছিল ০%। আর ডিসেম্বরে মূল্যবৃদ্ধির হার দাঁড়ায় ০.১১ শতাংশে।

জানুয়ারিতে শুধু জ্বালানি ও সংশ্লিষ্ট ক্ষেত্রেই দাম সরাসরি কমেছে ১০.৬৯%। যদিও বাজারের আগুন পুরো নেবেনি। এই সময়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছ’মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়ে ছুঁয়েছে ৮%। কল-কারখানায় তৈরি পণ্যের দাম বেড়েছে ১.০৫%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

retail inflation crude oil crude oil price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE