Advertisement
০৯ মে ২০২৪
ভাল ফল স্টেট ব্যাঙ্কের

ফের ২৯ হাজারের ঘরে সেনসেক্স

চার দিনে ৮৬৭.৫৪ পয়েন্ট ওঠায় আবার ২৯ হাজার পেরিয়ে গেল সেনসেক্স। শুক্রবার ২৮৯.৮৩ পয়েন্ট এগিয়ে সপ্তাহ শেষ করল ২৯,০৯৪.৯৩ অঙ্কে। পাশাপাশি, গত চার দিন পড়ার পর এ দিন ডলারের সাপেক্ষে ১২ পয়সা বেড়েছে টাকার দামও। দিনের শেষে ডলার দাঁড়িয়েছে ৬২.১৯ টাকায়।এ দিন সেনসেক্স ওঠার মূল কারণ স্টেট ব্যাঙ্কের চমকপ্রদ ফলাফল।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৮
Share: Save:

চার দিনে ৮৬৭.৫৪ পয়েন্ট ওঠায় আবার ২৯ হাজার পেরিয়ে গেল সেনসেক্স। শুক্রবার ২৮৯.৮৩ পয়েন্ট এগিয়ে সপ্তাহ শেষ করল ২৯,০৯৪.৯৩ অঙ্কে। পাশাপাশি, গত চার দিন পড়ার পর এ দিন ডলারের সাপেক্ষে ১২ পয়সা বেড়েছে টাকার দামও। দিনের শেষে ডলার দাঁড়িয়েছে ৬২.১৯ টাকায়।এ দিন সেনসেক্স ওঠার মূল কারণ স্টেট ব্যাঙ্কের চমকপ্রদ ফলাফল। গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাঙ্কটির নিট মুনাফা ৩০% বেড়ে হয়েছে ২,৯১০ কোটি টাকা। কর্তৃপক্ষের দাবি, তা হয়েছে ভাল আয় ও খরচ কমাতে পদক্ষেপের কারণে। বাজার আরও খুশি কারণ ওই সময়ে মোট ঋণের অনুপাতে কমেছে স্টেট ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদও। ৫.৭৩% থেকে ৪.৯০%। কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য বলেন, “সব রকম ভাবে চেষ্টা করছি আগামী দিনে অনুৎপাদক সম্পদকে নিয়ন্ত্রণে রাখতে।” এ সবের কারণে ব্যাঙ্কের শেয়ার দরও প্রায় ৭.৯৬% বেড়েছে।

এ দিন বাজার চাঙ্গা থাকার অন্যান্য কারণ—

• বাজেটে আর্থিক সংস্কারের দাওয়াই থাকার আশা • ডিসেম্বরে ফের শিল্প বৃদ্ধির হার কমায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে সুদ কমানোর প্রত্যাশা • ইউক্রেনে সংঘর্ষ বিরতি। যার জেরে বৃহস্পতিবার বিভিন্ন মার্কিন শেয়ার বাজার উঠেছে • ইউরো-অঞ্চলের অর্থনীতি শোধরানো নিয়ে আশার আলো। সেই সঙ্গে গ্রিসে ত্রাণ প্রকল্প ঢেলে সাজার আশায় ইউরোপে বিভিন্ন শেয়ার সূচকের বৃদ্ধি • এশিয়ার বিভিন্ন শেয়ার বাজারে উত্থান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE