Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বাজার ফেরাতে ব্ল্যাকবেরির বাজি নতুন মোবাইল

স্মার্ট ফোনের বাজারে প্রতিযোগিতায় ফিরতে নতুন মোবাইলেই ভরসা রাখছে ব্ল্যাকবেরি। সেই লক্ষ্যে বুধবার নয়া ‘পাসপোর্ট’ ফোনটি বাজারে এনেছে কানাডার এই তথ্যপ্রযুক্তি সংস্থা। আগামী শুক্রবার দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করবে সংস্থা। তার আগে এ দিন টরন্টো, লন্ডন এবং দুবাইয়ে একই সঙ্গে ফোনটি আনল তারা।

টরন্টোয় নতুন ফোন ‘পাসপোর্ট’ হাতে সিইও জন শেন। ছবি: রয়টার্স

টরন্টোয় নতুন ফোন ‘পাসপোর্ট’ হাতে সিইও জন শেন। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
টরন্টো শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৫
Share: Save:

স্মার্ট ফোনের বাজারে প্রতিযোগিতায় ফিরতে নতুন মোবাইলেই ভরসা রাখছে ব্ল্যাকবেরি। সেই লক্ষ্যে বুধবার নয়া ‘পাসপোর্ট’ ফোনটি বাজারে এনেছে কানাডার এই তথ্যপ্রযুক্তি সংস্থা। আগামী শুক্রবার দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করবে সংস্থা। তার আগে এ দিন টরন্টো, লন্ডন এবং দুবাইয়ে একই সঙ্গে ফোনটি আনল তারা।

চৌকো আকারের পাসপোর্ট-এ একই সঙ্গে আছে টাচ স্ক্রিন এবং কি বোর্ড। অ্যামাজনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে পছন্দের অ্যাপ্লিকেশনও। আমেরিকায় এর দাম ৫৯৯ ডলার। সংশ্লিষ্ট মহলের মতে, একদা মোবাইলে ই-মেলের পথিকৃৎ ব্ল্যাকবেরি গত ৩ বছর ধরে কর্মী ছাঁটাই, খরচ কমানো এবং ব্যবসা ঢেলে সাজার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর যে-প্রক্রিয়া চালাচ্ছিল, সম্প্রতি তা শেষ হয়েছে।

এই ক’বছরে স্যামসাং, অ্যাপলের মতো সংস্থার কাছে হারানো বাজার ফিরে পেতে এখন কোনও একটি নয়া পণ্যই তুরুপের তাস হতে পারে সংস্থার কাছে। ভবিষ্যতে সংস্থার সিইও জন শেনের হাত ধরে সেই লক্ষ্যপূরণ হয় কি না, নজর এখন সে দিকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

toronto black berry smart phone passport phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE