Advertisement
২৫ এপ্রিল ২০২৪
লক্ষ্য ওবামার সফর

বাণিজ্য, লগ্নি নিয়ে জটিলতা কাটাতে চায় ভারত-আমেরিকা

নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে জানুয়ারিতে ভারতে আসছেন বারাক ওবামা। তার আগে ভারত-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় জটিলতা মিটিয়ে ফেলতে চাইছে দু’দেশই। কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন ও ভারতীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে সম্প্রতি দিল্লিতে এসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোমান জানিয়েছেন, ‘চলে সাথ সাথ’মন্ত্র নিয়েই দু’দেশ এগোতে চাইছে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৪ ০৩:৩৭
Share: Save:

নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে জানুয়ারিতে ভারতে আসছেন বারাক ওবামা। তার আগে ভারত-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় জটিলতা মিটিয়ে ফেলতে চাইছে দু’দেশই। কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী নির্মলা সীতারামন ও ভারতীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে সম্প্রতি দিল্লিতে এসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফ্রোমান জানিয়েছেন, ‘চলে সাথ সাথ’মন্ত্র নিয়েই দু’দেশ এগোতে চাইছে।

কিছু দিন আগেই বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-য় মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারতের খাদ্য সুরক্ষা সংক্রান্ত দাবি নিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লি সমঝোতায় পৌঁছেছে। ফ্রোমান জানিয়েছেন, মোদী এবং ওবামা দু’জনে এ ব্যাপারে ব্যক্তিগত ভাবে উদ্যোগী হয়েছিলেন। তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলছিলেন। তার ফলেই সমঝোতায় পৌঁছনো গিয়েছে। এ বার ওষুধ ও সংশ্লিষ্ট পণ্যের উপরে মেধা স্বত্বের অধিকার নিয়ে দু’দেশের মধ্যে যে-বিবাদ রয়েছে, মোদী সরকারের সঙ্গে আলোচনা করে সে ব্যাপারেও সমাধানে পৌঁছতে চান ফ্রোমান। তাঁর বক্তব্য, আর্থিক বৃদ্ধির হার বাড়ানোর জন্য মোদী সরকার যে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি হাতে নিয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতার উপর তার সাফল্য নির্ভর করছে। দু’দেশের বাণিজ্যের পরিমাণ এখন বছরে ১০ হাজার কোটি ডলার। শিল্পমহলের আশা, ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য সংক্রান্ত যে-সব বাধা রয়েছে, সেগুলি কাটাতে পারলে তা পাঁচ গুণ বৃদ্ধি পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE