Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শুল্ক তোলার দাবি গম আমদানিতে

দু’বছর ধরেই দেশে গম উৎপাদন যথেষ্ট নয়। ২০১৪-’১৫ সালের পর থেকে তা পড়ছে, যার জেরে চড়ছে গমের দামও। সরকারি সূত্রের খবর, ঘাটতি মেটাতে ২০১৬ সালে ইতিমধ্যেই ৬ লক্ষ টন গম আমদানি করেছে ভারত, যা গত ন’বছরে সবচেয়ে বেশি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৪
Share: Save:

দু’বছর ধরেই দেশে গম উৎপাদন যথেষ্ট নয়। ২০১৪-’১৫ সালের পর থেকে তা পড়ছে, যার জেরে চড়ছে গমের দামও। সরকারি সূত্রের খবর, ঘাটতি মেটাতে ২০১৬ সালে ইতিমধ্যেই ৬ লক্ষ টন গম আমদানি করেছে ভারত, যা গত ন’বছরে সবচেয়ে বেশি। এই পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীমহল গমে ২৫% আমদানি শুল্ক কমিয়ে আনা, এমনকী তা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন সরকারের কাছে। দেশে গমের চড়া দামে রাশ টানতে ও জোগানে ঘাটতি মেটাতেই এই দাবি।

ভারতে ময়দাকলগুলির সংগঠন রোলার ফ্লাওয়ার মিলার্স ফেডারেশন অব ইন্ডিয়া-র সচিব বীণা শর্মা জানান, ‘‘সরকার আমদানি শুল্ক নীতি ফিরে না-দেখলে দেশে গমের চাহিদা-জোগানে ঘাটতি থেকেই যাবে।’’ অবশ্য সরকারি সূত্রের দাবি, গমের জোগান নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

গত ১ অগস্টের হিসাবে কেন্দ্রের ভাঁড়ারে আছে ২ কোটি ৬৯ লক্ষ টন গম। তবে প্রতি মাসেই তা কমছে ২৫-৩০ লক্ষ টন। ফলে এপ্রিলের মধ্যে তা ৫০-৬০ লক্ষ টনে নেমে আসতে পারে বলে আশঙ্কা, যা ন্যূনতম মজুতসীমা ৭৫ লক্ষ টনের নীচে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wheat import
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE