Advertisement
২৫ এপ্রিল ২০২৪
kolkata news

বাবার দেহ আগলে মেয়ে, সরশুনায় রবিনসন স্ট্রিটের ছায়া

দুই থেকে তিন দিন আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বয়স হয়েছে আনুমানিক ৯০ বছর। কী কারণে মৃ্ত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।

সরশুনার সেই বাড়ি, ইনসেটে, মৃত বৃদ্ধ। -নিজস্ব চিত্র।

সরশুনার সেই বাড়ি, ইনসেটে, মৃত বৃদ্ধ। -নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ১৫:২৩
Share: Save:

রবিনসন স্ট্রিটের ছায়া এ বার বেহালার সরশুনায়। মৃত্যুর পর বাবার দেহ আগলে রাখার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুমান, বার্ধ্যকজনিত কারণে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। বুধবার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এ দিন দুপুরে পুলিশকর্মীরা সেখানে গিয়ে দেখেন, মৃতের পাশেই বসে রয়েছেন তাঁর মেয়ে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুই থেকে তিন দিন আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বয়স হয়েছে আনুমানিক ৯০ বছর। কী কারণে মৃ্ত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মৃতের মেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগে মা এবং ভাইয়ের মৃত্যুর সময়েও মৃতদেহ আগলে রাখার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘটনার তদন্তে সরশুনা থানার পুলিশ।

এ দিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক একই ভাবে রবিনসন স্ট্রিটে বোনের দেহ আগলে রেখেছিলেন ভাই পার্থ দে। অনেকটা একই ভাবে বাবার দেহও আগলে রাখার অভিযোগ উঠল।

আরও পড়ুন- ২৭ লক্ষ আক্রান্তের মধ্যে সুস্থ ২০ লক্ষ, নিয়ন্ত্রণে সংক্রমণ হারও

আরও পড়ুন- আদৌ কি দ্বিতীয় বার করোনা সংক্রমণ হতে পারে? কী বলছেন চিকিৎসকরা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sarsuna behala father's body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE