Advertisement
০১ মে ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

সহমর্মিতার বাতাবরণে মানুষ ও প্রকৃতি

আশিস রেহমান একক প্রদর্শনী করলেন সম্প্রতি সোনার বাংলায় ‘অ্যাফিনিটি’। শিল্পী তাঁর তেলরং ও অন্যান্য মাধ্যমে আঁকা ছবিতে মানুষ ও প্রকৃতির মধ্যে সহমর্মিতার বাতাবরণকে তুলে ধরতে চেয়েছেন। নিজস্ব এক রূপরীতিও তৈরি করেছেন।

মৃণাল ঘোষ
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৫ ০০:০০
Share: Save:

আশিস রেহমান একক প্রদর্শনী করলেন সম্প্রতি সোনার বাংলায় ‘অ্যাফিনিটি’। শিল্পী তাঁর তেলরং ও অন্যান্য মাধ্যমে আঁকা ছবিতে মানুষ ও প্রকৃতির মধ্যে সহমর্মিতার বাতাবরণকে তুলে ধরতে চেয়েছেন। নিজস্ব এক রূপরীতিও তৈরি করেছেন। মিশে রয়েছে আদিমতা, লৌকিক ও অভিব্যক্তিবাদী অনুষঙ্গ। সব মিলে দেশীয় ঐতিহ্যের স্পন্দন। ভাঙনের মধ্যেও ভালবাসাকে সজীব রাখতে চেয়েছেন। এই জটিল সময়ে তা এক জরুরি বার্তা তুলে আনে।

প্রদর্শনী

চলছে

অ্যাকাডেমি: বুধাদিত্য পরশু শেষ।

উজ্জ্বল দেবনাথ ৪ মে পর্যন্ত।

ইমেজ ইন্ডিয়া পরশু শেষ।

বিড়লা অ্যাকাডেমি: কালার ট্রি কাল শেষ।

গগনেন্দ্র প্রদর্শশালা: পারিজাত আচার্য, আনন্দ প্রমুখ কাল শেষ।

অণু গ্যালারি: পরিতোষ সেন, গণেশ পাইন, সুনীল দাস, গণেশ হালুই প্রমুখ ১০ মে পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE