১২৫ বছর উদ্যাপনের আবহে জীবনানন্দ দাশ চর্চায় এক নতুন বেগ ও আবেগ এসেছে। নতুন কোন অভিমুখ থেকে মূল্যায়ন করা দরকার, খোঁজ চলছে নিরন্তর। এই অনুসন্ধান পাওয়া যাবে আলোচ্য সংখ্যাটিতে। ‘ফিরে দেখা’, ‘কবির চোখে’ পর্ব দু’টির অনেক লেখাই পূর্বপঠিত ও চর্চিত, তবে জীবনানন্দের সমকালীন, অনুজপ্রতিম ও পরপ্রজন্মের কবি ও চিন্তকদের ভাবনা দু’মলাটে পাওয়া একটা প্রাপ্তি তো বটেই। ‘তুলনামূলক’, ‘ভিন্নচর্চা’, ‘অন্য অনুভবে’, ‘অনুষঙ্গ’ ও ‘কথকতা’, এই পাঁচটি অংশের বেশ কিছু লেখা ভাবনা ও লেখার গুণে নজর কাড়ে: জীবনানন্দের চুম্বকে রবীন্দ্রনাথ বিষ্ণু দে বুদ্ধদেব বসু টি এস এলিয়ট থেকে সত্যজিৎ রায়ের সংযোগ-সম্পর্ক; পত্রলেখক জীবনানন্দ, জীবনানন্দের কবিতা-আবৃত্তি, তাঁর কবিতায় চিত্রকল্প, সাম্প্রতিক সাহিত্যতত্ত্ব ও জীবনানন্দ, তাঁর ছোটগল্প ও উপন্যাসের পুনরবলোকন।
স্বদেশচর্চা লোক, জীবনানন্দ ১২৫
সম্পা: প্রণব সরকার
৫০০.০০
জীবনানন্দের সমকালে তাঁর ছোটগল্প বা উপন্যাস তত আমল পায়নি, কিন্তু যত দিন গড়িয়েছে, জীবনানন্দ-চর্চার নতুন দিক খুলে যাচ্ছে সেগুলি ঘিরে। এই সংখ্যাটিতেও কথাসাহিত্যিক জীবনানন্দেরই মূল্যায়ন— কারুবাসনা উপন্যাস ও তিনটি ছোটগল্প— ‘ছায়ানট’, ‘নিরুপম যাত্রা’, ‘গ্রাম ও শহরের গল্প’ও মুদ্রিত হয়েছে কবির কথাসাহিত্যকৃতির প্রতিনিধিস্বরূপ। তেরোটি প্রবন্ধে এই সময়ের কলমে ছানবিন করা হয়েছে জীবনানন্দের গল্প ও সাহিত্যভুবন: জেমস জয়েসের লেখার সঙ্গে তুলনামূলক আলোচনা, কখনও জীবনানন্দের ডায়েরি থেকে কথাসাহিত্যের যাত্রা, কিংবা তাঁর লেখায় নারীচরিত্রের নির্মাণ। জীবনানন্দের গল্প ‘করুণার রূপ’ থেকে নাটিকাও আছে, তরুণ মুখোপাধ্যায়ের।
গল্পসরণি, কথাসাহিত্যিক জীবনানন্দ
সম্পা: অমর দে
৪০০.০০
“যে মেয়েরা বলে আমার বই পড়ে তারা শক্তি পাচ্ছে, সাহস পাচ্ছে, যে পুরুষেরা বলে তারা নারীর অধিকারে এখন বিশ্বাস করে, তারা ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেছে। এই পুরস্কারের ওপর আর কোনও পুরস্কার নেই।” অনেক দিন পর তসলিমা নাসরিনের সাক্ষাৎকার পাওয়া গেল কোনও ছোট পত্রিকায়, আন্দামান থেকে প্রকাশিত এই পত্রিকার পুরো সংখ্যাটিই ওঁকে নিয়ে। ৩৫টি গদ্যরচনায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লেখকে-কলমে এই মানবতাবাদী লেখিকার জীবন ও কাজের নানা দিক-আঙ্গিক। স্মৃতিধর্মী ও ব্যক্তিগত মেজাজের লেখার পাশাপাশি ওঁর লেখা কবিতা, গল্প, উপন্যাসের আয়নায় ওঁর প্রতিবাদী সত্তার পাঠ; ওঁকে নিয়ে কবিতাও। ফেলে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে তোলা ছবিও ছাপা হয়েছে বেশ কিছু।
বাক্প্রতিমা, তসলিমা নাসরিন সংখ্যা
সম্পা: অনাদিরঞ্জন বিশ্বাস
৩৫০.০০
২০১৯-এ ‘গ্রেস কটেজ’-এর কাজী নজরুল ইসলাম স্মারক সঙ্কলনটি পাঠকপ্রিয়তা পেয়েছিল, বিদ্রোহী কবির ১২৫ বছরে এল আর একটি সংখ্যা। বিষয়ভাবনার বৈচিত্র সর্বাঙ্গে: লোকসঙ্গীত, হাসির গান, ইসলামি গানের নির্মাণে নজরুলের ভূমিকা, তাঁর রবীন্দ্রসঙ্গীতপ্রীতি, তাঁর গানে ‘ট্র্যাজিক ভিশন’ ও স্বরচিত রাগের প্রয়োগ নিয়ে তথ্যসমৃদ্ধ প্রবন্ধ। কয়েকটি লেখা আবর্তিত হয়েছে নজরুল ও নানা স্থান ঘিরে: চুরুলিয়া, কলকাতা, ঢাকা, কুমিল্লা, কৃষ্ণনগরের গ্রেস কটেজ, কার্পাসডাঙ্গা; এসেছে আমেরিকায় নজরুল-চর্চা প্রসঙ্গও। সাম্যবাদী কবি, রাজরোষে পড়া অসাম্প্রদায়িক লেখক, আদর্শ শিক্ষক নজরুলও উদ্ভাসিত গুণী নিবন্ধকারদের লেখায়।
সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র, গ্রেস কটেজ: স্মরণে নজরুল ১২৫
সম্পা: ইনাস উদ্দীন
৪০০.০০
বাংলা নাট্যচর্চায় কাব্যনাট্য ঠিক কী কারণে উপেক্ষিত বা অনাদৃত তার সদুত্তর নেই আজও। এই প্রেক্ষিতে একটাই কাজ করা যেতে পারে, কাব্যনাট্যের সনিষ্ঠ চর্চা— এই সংখ্যাটি তা-ই করেছে মন দিয়ে। শুরুতে রতনকুমার থিয়ামকে নিয়ে দেবাশিস রায়চৌধুরীর স্মরণলেখ, শেষে চারটি কাব্যনাট্য— প্রবালকুমার বসু তৃণা চক্রবর্তী পার্থপ্রতিম মিত্রের রচনা, আর চন্দন সেনের ভাষান্তরে লোরকার ‘রক্তিম বন্ধন’। মাঝের মূল অংশটি সুলিখিত কিছু নিবন্ধের সমষ্টি: অলোকরঞ্জন দাশগুপ্ত অশ্রুকুমার সিকদার কবীর চৌধুরী অরুণ সেন পবিত্র সরকার রাম বসু-সহ এই সময়ের তরুণ লেখকদের ভাবনাতেও কাব্যনাট্যের তত্ত্ব, প্রয়োগ ও তুলনামূলক আলোচনা। রবীন্দ্রনাথ, টি এস এলিয়ট, ইয়েটস থেকে সৈয়দ শামসুল হক, প্রাচ্য ও পাশ্চাত্যের কাব্যনাট্যের হালহদিস।
নাট্যচিন্তা, কাব্যনাট্য সংখ্যা
সম্পা: তন্দ্রা চক্রবর্তী
৫০০.০০
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)