Advertisement
২৫ এপ্রিল ২০২৪
E-Book

ডিজিটাল বা ই-বুক দুনিয়ায় বাংলা বই কোথায়?

‘গুরুচণ্ডা৯’-র সাতটি ই-বুক পাওয়া যাচ্ছে অ্যামাজ়ন কিন্ডল ও গুগল প্লেবুক মিলিয়ে।

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ১৩:৫৪
Share: Save:

বই-রাজ্যের এই মুহূর্তের নায়ক ই-বুক, বললে অত্যুক্তি হবে না মোটেই। বইপাড়া ও বই পড়া— গত ক’মাসে দুয়েরই দিশাহারা অবস্থা। আনলক পর্বের কিছু আগে থেকে বইপাড়া যদি বা খুলেছে, ব্যবসা এখনও টিমটিমে। সোশ্যাল মিডিয়ায় বইপ্রেমীদের কথার পিঠে কথা জমে উঠেছিল, ডিজিটাল বা ই-বুক দুনিয়ায় বাংলা বই কোথায়?

কেউ কেউ শুরু করেছেন। ‘গুরুচণ্ডা৯’-র সাতটি ই-বুক পাওয়া যাচ্ছে অ্যামাজ়ন কিন্ডল ও গুগল প্লেবুক মিলিয়ে। আছে অমর মিত্রের একটি উপন্যাস ও চারটি ছোটগল্প একত্র করে ই-বুক নিরুদ্দিষ্টের উপাখ্যান ও অন্যান্য কাহিনি, সৈকত বন্দ্যোপাধ্যায়ের দুটি বই খেরোবাসনা এবং বৃহৎ ন্যানোপুরাণ। আছে দময়ন্তীর কলমে দেশভাগ নিয়ে গণস্মৃতির আর্কাইভ সিজ়নস অব বিট্রেয়াল, ইতিহাসের বাস্তবতা ও মানবিক ফিকশনের যুগলবন্দি। এ ছাড়াও, ইন্দ্রাণীর লেখা পাড়াতুতো চাঁদ, আর এক ‘অন্য রকম যুবকের অন্য রকম রচনা’ বস্টনে বংগে: বর্ন ফ্রি। পড়তে সুবিধে, আর পকেটপীড়াও ততটা হবে না বলে ই-বুকের দিকে ঝোঁকেন যাঁরা, তাঁদেরও মুখে হাসি ফোটাবে মাত্র ৪৯ থেকে ৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করা ই-বুকগুলি।

‘বুক ফার্ম’ প্রকাশ করেছে মঞ্জিল সেনের অদ্বিতীয় সত্যজিৎ: সত্যজিৎ রায়ের প্রথম পূর্ণাঙ্গ জীবনী (সম্পাদনা ও টীকা: স্যমন্তক চট্টোপাধ্যায়)— মুদ্রিত ও ই-বুক দুই অবতারেই। আর জুন মাসের শেষে ‘সৃষ্টিসুখ’ প্রকাশনা ‘দ্য বুকমেকারস’-এর সহযোগিতায় চালু করেছে তাদের ই-বুক ওয়েবসাইট (সৃষ্টিসুখ ডট কম/ইবুক)। পাঠক সেখানে পাবেন প্রকাশিত ই-বুকের প্রিভিউ, কিন্ডল স্টোর বা গুগল প্লে-তে গিয়ে সহজে বই কেনার হদিশ। প্রতি মাসে পুরনো-নতুন মিলিয়ে নিজেদের প্রকাশিত ২৫টি বইয়ের ই-পাব ফাইল আপলোড করার পরিকল্পনা প্রকাশকের। নজর কাড়ে বাংলার বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ ত্রয়ীর অন্যতম বাদল গুপ্তকে নিয়ে বিশ্বনাথ দাশগুপ্তের লেখা আমার মামা বাদল গুপ্ত, এ ছাড়াও তরুণ লেখকদের বই।

অ্যাপনির্ভর জীবনে বাংলা বইয়ের অ্যাপই বা থাকবে না কেন? ই-বই চর্চায় উঠে আসছে ‘সুইফ্টবুকস’-এর মতো অ্যাপের খবর। সেখানে মিলছে ‘শিশু সাহিত্য সংসদ’, ‘পত্রভারতী’, ‘দীপ প্রকাশন’, ‘পারুল’ প্রকাশনীর ই-বুক কেনার সুযোগ। অ্যাপ খুলতেই বাংলার তাবড় লেখকদের মুখচ্ছবিসমৃদ্ধ স্ক্রিনটি নজর কাড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

E-Book Bengali Book Literature
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE