Advertisement
E-Paper

অনুশীলন এবং প্রস্তুতির অভাব

দলটির নাম ‘নর্থ বেঙ্গল পেন্টার্স’। দশ জন শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। অনেকের কাজই দিশাহীন। যথেষ্ট অনুশীলন ও প্রস্তুতির অভাবই হয়তো এর কারণ। কয়েক জনের কাজ দৃষ্টি আকর্ষণ করে। সঞ্জয় দে শিশুশিল্পের সারল্যে কাজ করেছেন।

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৪ ০০:০১

দলটির নাম ‘নর্থ বেঙ্গল পেন্টার্স’। দশ জন শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। অনেকের কাজই দিশাহীন। যথেষ্ট অনুশীলন ও প্রস্তুতির অভাবই হয়তো এর কারণ। কয়েক জনের কাজ দৃষ্টি আকর্ষণ করে। সঞ্জয় দে শিশুশিল্পের সারল্যে কাজ করেছেন। রাজীব বাগের জলরঙের নিসর্গ রচনায় দক্ষতা ও কল্পনার সমন্বয় লক্ষ করা যায়। তন্ময় রায় তাঁর ‘কনভার্সেশন’ ছবিটিতে পাখি ও মানুষের সংলাপে সুন্দর ভাবে রৈখিক কৌণিকতার ব্যবহার করেছেন। শ্রীপর্ণা সেনের ‘ড্রিম’ শীর্ষক কোলাজটিও শৈশব সারল্যে মন্ময়। এ ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিল্পীরা ছিলেন জয়ন্ত পাল, ঝুলন সরকার, নির্মল চন্দ, স্বপন বর্মন, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও সুজয় মিত্র।

প্রদর্শনী

চলছে

সিমা: রবীন্দ্রনাথ, রামকিঙ্কর, যামিনী রায়, বিকাশ ভট্টাচার্য, যোগেন চৌধুরী, এম এফ হুসেন, অর্পিতা সিংহ, আকবর পদমসি, গণেশ পাইন প্রমুখ ১২ পর্যন্ত।

আইসিসিআর: অমরেন্দ্র কাল শেষ।

অ্যাকাডেমি: সৌরভ, কান্তি প্রমুখ ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সৌমেন খামরুই ১৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রদীপ, পল্লব প্রমুখ ১৫ পর্যন্ত।

art exhibition
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy