Advertisement
১৬ মে ২০২৪
চিত্রকলা ও ভাস্কর্য ২

জীবন এবং সমাজের সমস্যা

সম্প্রতি নয় জন চিত্রশিল্পীকে নিয়ে অ্যাকাডেমিতে একটি সম্মেলক চিত্র প্রদর্শনী হয়ে গেল ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ পারফরম্যান্স দলের। আজকের জীবন ও সমাজ সহস্র সমস্যার রজ্জুতে বাঁধা পড়েছে। তারই কিছু প্রতিফলন ঘটেছে এই প্রদর্শনীতে। অনেকের ছবিতে মনের ভাবকে যথাযথ ভাবে প্রকাশের অপূর্ণতা লক্ষ করা গেছে।

বারীন মজুমদার
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

সম্প্রতি নয় জন চিত্রশিল্পীকে নিয়ে অ্যাকাডেমিতে একটি সম্মেলক চিত্র প্রদর্শনী হয়ে গেল ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ পারফরম্যান্স দলের। আজকের জীবন ও সমাজ সহস্র সমস্যার রজ্জুতে বাঁধা পড়েছে। তারই কিছু প্রতিফলন ঘটেছে এই প্রদর্শনীতে। অনেকের ছবিতে মনের ভাবকে যথাযথ ভাবে প্রকাশের অপূর্ণতা লক্ষ করা গেছে। তবুও এর মধ্যে মানিনী সরকার ও কল্যাণী মহাপাত্রের ছবি নজর কাড়ে। স্রাগধারা ভৌমিকের শিল্পকৌশল অভিব্যক্তিমূলক। ক্যানভাসের উপর অ্যাক্রিলিকে আঁকা ডেসার্ট ফ্লাওয়ার দৃষ্টিনন্দন। সৌজেন সরকারের ‘কলসি হাতে এক নারী’ ছবিটি ভাল। প্রতাপ দত্ত ও জাকির হোসেনের ছবিগুলি ভাবনাতে এলোমেলো। আর কিছু ছবিতে অকারণে ভীষণ উজ্জ্বল রঙের ব্যবহার ভাল লাগেনি। এই দলে আছেন সৌভিক ভৌমিক, রানা রায়, রাজীব মণ্ডল।

প্রদর্শনী

চলছে

সিমা: গণেশ পাইন আজ শেষ।

বিড়লা অ্যাকাডেমি: ‘এক্সপ্রেশন’ কাল শেষ।

‘যুগলবন্দি’ কাল শেষ।

তাজ বেঙ্গল: রনিত দত্ত ২৪ পর্যন্ত।

কেমোল্ড: অনুরাধা হালদার, পায়েল দে প্রমুখ ২৫ পর্যন্ত।

গগণেন্দ্র: ডা. সুপ্রীতিরানি দত্ত ২৬ নভেম্বর পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

barin mazumder art exhibition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE