Advertisement
E-Paper

পরিব্যাপ্ত শূন্যতায় ফুটেছে সৌন্দর্যের আকুতি

আইসিসিআর-এ অনুষ্ঠিত হল অমরেন্দ্র চক্রবর্তীর একক প্রদর্শনী। দেখে এলেন মৃণাল ঘোষঅমরেন্দ্র চক্রবর্তী তাঁর ছবি নিয়ে দ্বিতীয় একক প্রদর্শনী করলেন সম্প্রতি আইসিসিআর-এর অবনীন্দ্র গ্যালারিতে। শ্রী চক্রবর্তী সংস্কৃতির জগতে একজন সুপরিচিত মানুষ। একাধারে তিনি কবি, কথা-সাহিত্যিক এবং সম্পাদক। শিশু সাহিত্যিক হিসেবেও তিনি প্রতিষ্ঠা অর্জন করেছেন।

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৬ ০০:০১

অমরেন্দ্র চক্রবর্তী তাঁর ছবি নিয়ে দ্বিতীয় একক প্রদর্শনী করলেন সম্প্রতি আইসিসিআর-এর অবনীন্দ্র গ্যালারিতে। শ্রী চক্রবর্তী সংস্কৃতির জগতে একজন সুপরিচিত মানুষ। একাধারে তিনি কবি, কথা-সাহিত্যিক এবং সম্পাদক। শিশু সাহিত্যিক হিসেবেও তিনি প্রতিষ্ঠা অর্জন করেছেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ‘কালের কষ্টিপাথর’, ‘ছেলেবেলা’, ‘কর্মক্ষেত্র’, ‘ভ্রমণ’ ইত্যাদি পত্রিকা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর সাতটি কবিতার বই, ২১-টি কথা-সাহিত্য বিষয়ক বই, যার মধ্যে ১৩-টি ছোটদের জন্য। ভ্রমণেও তিনি উৎসাহী। মধ্য-আফ্রিকার গভীর বনাঞ্চল রোয়ান্ডা ও উগান্ডা-য় ভ্রমণ করে বন্য-প্রাণীর ছবি তুলেছেন। সেই আলোকচিত্র নিয়ে প্রদর্শনীও করেছেন। তা সত্ত্বেও একটি বিশেষ প্রকাশনা-র জন্য তিনি স্মরণীয়। ১৯৭০-৮০-র দশকে তিনি সম্পাদনা করেছেন ‘কবিতা পরিচয়’ পত্রিকা। সেখানে বিখ্যাত এক একটি কবিতা নিয়ে বিস্তৃত আলোচনা করতেন খ্যাতনামা কবি ও লেখকরা। কবিতা চর্চার ক্ষেত্রে এই পত্রিকা গভীর অভিঘাত সৃষ্টি করেছিল।

এ রকম বহুগুণান্বিত একজন মানুষ পরিণত বয়সে পৌঁছে ছবি আঁকার দিকে মনোনিবেশ করেছেন। শিল্পকলার ক্ষেত্রে কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা তাঁর নেই। হয়তো অনেক দিন থেকেই তিনি ছবি আঁকেন। কিন্তু প্রদর্শনীর মাধ্যমে সেই ছবি জনসমক্ষে নিয়ে আসছেন অল্প কিছু দিন থেকে। তাঁর ছবির রূপাবয়ব বা ‘ফর্ম’-এর ভিত্তি হচ্ছে আদিমতা। ‘প্রিমিটিভিজম’-কে দু’ভাবে আত্মস্থ করেছে আধুনিকতাবাদী চিত্রকলা। এক্সপ্রেশনিজম ও কিউবিজম—এই দুই আঙ্গিকে বাস্তবকে যে কল্পরূপে রূপান্তরিত করা হয় – তার প্রধান একটি ভিত্তি হচ্ছে আদিম মানুষের প্রকাশভঙ্গি। অমরেন্দ্র এই দুটি রূপরীতি স্বতন্ত্রভাবে ব্যবহার করে গড়ে তোলেন তাঁর ছবি।

আধুনিকতাবাদী চিত্রকলায় আদিমতা আত্তীকরণের দিকে একটু দৃষ্টিপাত করা যেতে পারে এ প্রসঙ্গে। ইউরোপে পোস্ট-ইম্প্রেশনিস্ট চিত্রধারায় স্বাভাবিকতা ভেঙে কল্পরূপাত্মক অন্তর্মুখীনতার উৎসারণ ঘটতে থাকে।

ভ্যানগঘ ও গঁগা-র ছবিতে এই আবেগদীপ্ত অন্তর্মুখীনতার প্রকাশ গভীরভাবে প্রভাবিত করে সমকালীন ও পরবর্তী প্রজন্মের শিল্পীদের। সেজানে-র ছবিতে এল ত্রিমাত্রিক সংহতি ও গাঠনিকতা নিয়ে গবেষণা। এরই পরবর্তী বিকাশে ১৯০৫ সালে জার্মানিতে জেগে উঠল এক্সপ্রেশনিস্ট আন্দোলন। এডওয়ার্ড মুঙ্খ যার পূর্বসূরি। ১৯০৭ সালে প্যারিসে আলোড়ন তুলল ‘কিউবিজম’। যার প্রধান প্রবক্তা পিকাসো এবং ব্রাক। এই দুটি আঙ্গিকই আদিমতার উৎস থেকে রসদ সংগ্রহ করল। বিংশ শতকের প্রথমার্ধে মানুষের যে আত্মিক সংকট তার প্রকাশে আদিমতার অবদান অসামান্য।

আমাদের দেশে আদিমতার উৎস থেকে রসদ সংগ্রহ করেছেন সর্বপ্রথম রবীন্দ্রনাথ তাঁর ছবিতে। রবীন্দ্রনাথ এক্সপ্রেশনিজমকে যতটা আত্মস্থ করেছেন, কিউবিজম ততটা নয়। ১৯৪০-এর দশকের অনেক শিল্পী এই দুটি আঙ্গিককে ঐতিহ্যের প্রেক্ষাপটে আত্মস্থ করেছেন। এ দিক থেকে রামকিঙ্করের অবদান উল্লেখযোগ্য। এফ এন সুজা, পরিতোষ সেন – প্রমুখ শিল্পীও এই দুই আঙ্গিককে নানাভাবে ব্যবহার করেছেন। ১৯৬০-এর দশকের রবীন মণ্ডলও অনস্বীকার্য।

অমরেন্দ্র চক্রবর্তীকে বলা যেতে পারে এই ধারারই একজন উত্তর-সাধক। এই যে হিংসা, সন্ত্রাস বিপর্যস্ত করছে বিশ্বকে, যাতে বিধ্বস্ত হচ্ছে প্রকৃতি, শিশুরাও নিস্তার পাচ্ছে না এই বিনষ্টির গ্রাস থেকে—তাকেই নানাভাবে ছবিতে ধরতে চেষ্টা করেছেন শিল্পী। কোথাও অবশ্য সৌন্দর্যকেও বিশ্লিষ্ট করেছেন কিউবিস্ট গাঠনিকতায়। একটি নীলিমা ব্যাপ্ত নিসর্গের ছবি আছে যেখানে শিল্পী পাহাড় ও জলাশয়ের রূপারোপ করেছেন। পাহাড়কে তিনি জ্যামিতিক গাঠনিক কৌণিকতায় বিশ্লেষণ করেছেন, তাতে একই সঙ্গে সেজান ও পিকাসোর উত্তরাধিকার অনুভব করা যায়। একটি ফুলের ছবি আছে, চন্দ্রমল্লিকা জাতীয়। সমস্ত অনুষঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ফুলটিকে যেভাবে তুলে ধরেছেন শিল্পী – তাতে পরিব্যাপ্ত শূন্যতায় সৌন্দর্যের আকুতি ধরা পড়ে। এভাবে মগ্ন অনুভবে প্রকৃতি ও জীবনের নানা সংকটকে চিত্রায়িত করেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy