Advertisement
২০ এপ্রিল ২০২৪
International Mother Language Day

ভাষা উৎসবেও এনআরসি-সিএএ নিয়ে প্রতিবাদ

নো এনআরসি, নো সিএএ লেখা প্রচুর ব্যানার পোস্টার চোখে পড়েছে। অমর একুশে লেখা মাথার ফেট্টিতেও লেখা ছিল সেই বার্তা। পেট্রাপোলের মঞ্চ থেকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আতঙ্ক গ্রাস করেছে আমাদের। কিন্তু এনআরসি, সিএএ আমরা মানছি না। বাংলাকে আর ভাগ হতে দেব না।’’

প্রতিবাদ: পেট্রাপোলে

প্রতিবাদ: পেট্রাপোলে

অরুণাক্ষ ভট্টাচার্য ও সীমান্ত মৈত্র
পেট্রাপোল শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২০
Share: Save:

ভাষা শহিদদের স্মররণে পেট্রাপোলের অনুষ্ঠান হয়ে দাঁড়াল সিএএ, এনআরসি-র প্রতিবাদ মঞ্চ।

নো এনআরসি, নো সিএএ লেখা প্রচুর ব্যানার পোস্টার চোখে পড়েছে। অমর একুশে লেখা মাথার ফেট্টিতেও লেখা ছিল সেই বার্তা। পেট্রাপোলের মঞ্চ থেকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আতঙ্ক গ্রাস করেছে আমাদের। কিন্তু এনআরসি, সিএএ আমরা মানছি না। বাংলাকে আর ভাগ হতে দেব না।’’

শুক্রবার সকালে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে দু’দেশের বহু মানুষ মাতৃভাষার প্রতি ভালবাসার টানে ছুটে এসেছিলেন। এ বার বেনাপোল-পেট্রাপোলে দু’টি আলাদা মঞ্চ তৈরি হয়েছিল। নির্দিষ্ট প্রতিনিধি দলের সদস্যেরা ছাড়া দু’দেশের মধ্যে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। অন্য বছরগুলিতে নো ম্যানস ল্যান্ডে একটি মঞ্চ করে দু’দেশের মানুষ একত্রে ভাষা উৎসব পালন করেন। এ বার দু’দেশে আলাদা মঞ্চ হওয়ায় আবেগ অবশ্য কিছুটা ফিকে। মানুষের উপস্থিতি ছিল তুলনায় কম।
দু’দেশের আলাদা অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের মন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘‘দু’দেশের মানুষের মধ্যে কোনও দূরত্ব নেই। সুবিধার জন্য আলাদা মঞ্চ করা হলেও আবেগের খামতি ছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

International Mother Language Day NRC CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE