Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হরিপালে মাটি কাটার বিরুদ্ধে রাস্তায় চাষিরা

বেআইনি ভাবে মাটি কাটার প্রতিবাদে হরিপালের ঝাউতলার কাছে অহল্যাবাঈ রোড আবরোধ করল চাষিরা।

অহল্যাবাঈ রোডে অবরোধে আটকে যানবাহন। ছবি: দীপঙ্কর দে।

অহল্যাবাঈ রোডে অবরোধে আটকে যানবাহন। ছবি: দীপঙ্কর দে।

নিজস্ব সংবাদদাতা
হরিপাল শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৬
Share: Save:

বেআইনি ভাবে মাটি কাটার প্রতিবাদে হরিপালের ঝাউতলার কাছে অহল্যাবাঈ রোড আবরোধ করল চাষিরা। এমনকী এই কাজে পুলিশ ও ভূমি সংস্কার দফতরের মদত আছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। শুক্রবার সকাল ১০টা নাগাদ অবরোধের জেরে অহল্যাবাঈ রোডে লাইন পড়ে যায় যানবাহনের। ঘণ্টা দুয়েক পরে পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঘটনাস্থল থেকে দু’টি মাটি বোঝাই ডাম্পার আটক করে পুলিশ।

চাষিদের অভিযোগ, হরিপালের ঝাউতলা এলাকায় কয়েক মাস ধরে কোনও অনুমতি ছাড়াই জমি থেকে অবাধে মাটি কেটে নেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে এ নিয়ে বার বার অভিযোগ করেও ফল হয়নি। মহম্মদ সাহাজান নামে এর চাষির কথায়, ‘‘আমার পাশে জমিতে মাটি কাটার কাজ চলছে। কিন্তু কোনও রকম ছাড় না দিয়ে আমার জমি থেকেও মাটি কেটে তুলে নিচ্ছে ওই মাটি কারবারিরা। য়ে ভাবে আইন না মেনে অতিরিক্ত মাটি তুলে নিচ্ছে ওরা তাতে চাষের ক্ষেত্রে সমস্যা হবে।’’ চাষিদের আরও অভিযোগ, পুলিশ ওই মাটি কারবারীদের কাছ থেকে তোলা আদায় করে। তাই ওদের কিছু বলে না। ভূমি সংস্কার দফতরে অভিযোগ করেও ফল হয়নি। তাই বাধ্য হয়ে অবরোধের রাস্তা নিতে হয়েছে। বিএলআরও হরিপাল তমাল চক্রবর্তী বলেন, ‘‘মাটি কাটা নিয়ে আমার কাছে একটা অভিযোগ এসেছে। বেআইনি ভাবে কোনও কাজ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে পুলিশের তোলা নেওয়ার কথা অস্বীকার করেছেন হুগলি জেলা পুলিশের এক কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blockade Farmers Protest Haripal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE